রাজনীতি সংবাদ প্রতিবেদক, চট্টগ্রাম প্রকাশের সময় :২৭ আগস্ট, ২০২৩ ৮:২১ : অপরাহ্ণ
চট্টগ্রাম নগরীতে এবার নালায় পড়ে এবার দেড় বছরের এক শিশু নিখোঁজ হয়েছে। আজ রোববার বিকেল ৪টার দিকে উত্তর আগ্রাবাদের রঙ্গীপাড়া এলাকায় ইয়াছিন আরাফাত নামে ওই শিশু নিখোঁজ হয়।
খবর পেয়ে বিকেল সাড়ে পাঁচটা থেকে সেখানে উদ্ধার অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। তবে ময়লা-আবর্জনায় নালাটিটি ভর্তি হওয়ায় এবং পানি আটকে থাকায় অভিযান ব্যাহত হচ্ছে বলে জানিয়েছেন আগ্রাবাদ ফায়ার স্টেশনের কর্মকর্তা শফিকুল ইসলাম।
শিশুটি কীভাবে নালার কাছে গেলো তা আশেপাশের সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে দেখছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।
তবে নিখোঁজ শিশুর বাবা সাদ্দামের ধারণা, খেলতে অথবা রাস্তায় হাঁটতে গিয়ে তার ছেলেটি নালায় পড়ে গেছে।
এর আগে গত ৭ আগস্ট চট্টগ্রামের হাটহাজারী নন্দীরহাট এলাকায় জলাবদ্ধ সড়কের পাশের ড্রেনে পড়ে মৃগী রোগাক্রান্ত নিপা পালিত (১৯) নামে এক কলেজছাত্রীর মৃত্যু হয়।
তারও আগে ২০২১ সালের ২৫ আগস্ট মুরাদপুরে নালায় পড়ে পানির স্রোতে তলিয়ে যান সবজি বিক্রেতা সালেহ আহমেদ। দুই বছরেও তার খোঁজ মেলেনি।
এর প্রায় এক মাস পর ওই বছরের ২৭ সেপ্টেম্বর রাতে আগ্রাবাদ শেখ মুজিব সড়কে জেক্স মার্কেটের সামনে নালায় পড়ে নিখোঁজ হন সেহেরীন মাহবুব সাদিয়া (১৯) নামে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগের এক ছাত্রী। চার ঘন্টা পর তার লাশ পাওয়া যায়।
একই বছর নালায় পড়ে নগরীর ষোলশহর এলাকায় এক শিশু ও ২ নং গেইট এলাকায় সিএনজি অটোরিকশাসহ নালায় পড়ে দুই নারীর মৃত্যু হয়।
আরও পড়ুন:
চট্টগ্রামে পাহাড় ধসে মাটি চাপায় ৭ মাস বয়সী শিশুসহ বাবার মৃত্যু
সীতাকুণ্ডে পুলিশ ভ্যানে ট্রেনের ধাক্কা, ৩ কনস্টেবলের মৃত্যু