রাজনীতি সংবাদ প্রতিবেদন প্রকাশের সময় :২৬ আগস্ট, ২০২৩ ৯:০৯ : অপরাহ্ণ
বিএনপি ক্ষমতায় গেলে এক রাতেই আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করে দেবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
তিনি বলেন, ‘বিএনপির আমলে আওয়ামী লীগের নেতা-কর্মীরা ঘরে থাকতে পারেনি। যেই বিএনপি আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করতে চেয়েছে, তারাই বলে ক্ষমতায় আসলে আওয়ামী লীগের কিছু হবে না।’
আজ শনিবার রাজধানীর মিরপুর-১ নম্বরের দারুস সালাম বালুর মাঠে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
জাতীয় শোক দিবস উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি এমন ভাষায় কথা বলে যেন চকবাজার মসজিদের ইমাম। তাদের মুখে মধু অন্তরে বিষ। তারা বলে, ক্ষমতায় গেলে আওয়ামী লীগের কোনো ক্ষতি হবে না। কী সুন্দর কথা। এমনিতে তারা আমাদের নিঃস্ব করে দিয়েছে। তারা ক্ষমতায় গেলে বাকিটাও এক রাতের মধ্যে নিশ্চিহ্ন করে দেবে। বিএনপির তিনটি গুণ-দুর্নীতি, সন্ত্রাস ও মানুষ খুন।’
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘আমি সমবেত জনগণের কাছে জানতে চাই-শেখ হাসিনার বিকল্প প্রধানমন্ত্রী কে আছেন? তার মতো জনদরদি নেতা কে আছেন? তিনি বিশ্ব সংকটের মধ্যে থেকে আজ বাংলাদেশকে শক্ত হাতে নেতৃত্ব দিচ্ছেন। আমি সব দলের কাছে জানতে চাই-শেখ হাসিনা ছাড়া যোগ্য নেতা কে আছেন যে পরবর্তীতে বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন?’
বিএনপি নেতাদের প্রতি প্রশ্ন রেখে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপি কাকে নেতা বানাবে? বিএনপির দুজনই দণ্ডিত। তাদের চেয়ারম্যান ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান দুজনই দণ্ডিত আসামি। নির্বাচনে তাহলে কে তাদের নেতা হবে? বিএনপি নেতারা কার নেতৃত্বে নির্বাচন করবেন?’
বিএনপি নেতাদের কোনো ঈমান নেই মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, ‘আমানুল্লাহ আমান ফলের রস খেয়ে সব ভুলে গেছেন। এমনকি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে এসেছেন। গয়েশ্বর কিশোরগঞ্জের কোরাল মাছ খেয়ে খুশি হয়েছেন। কিছু প্যাকেট বাড়ির জন্যও নিয়ে গেছেন। এগুলো ওপেন, ছবি আছে।’
শেখ হাসিনার বিকল্প নেই দাবি করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘শেখ হাসিনা হারলে বাংলাদেশ হেরে যাবে, গরিব মানুষ হেরে যাবে, স্বাধীনতা হেরে যাবে। তিনি হেরে গেলে বাংলাদেশের উন্নয়ন হেরে যাবে। তাঁকে বিজয়ী করতে হবে, সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা খালি হাতে লড়ব। তবে আগুন নিয়ে আসলে তা শক্ত হাতে প্রতিহত করবো।’
ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমানের সভাপতিত্বে আরও বক্তব্য দেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, উত্তরের সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি, সংসদ সদস্য আগা খান মিন্টু প্রমুখ।
আরও পড়ুন: ব্রিকসের সদস্য হতে না পেরে প্রধানমন্ত্রী বিএনপিকে গালাগালি করেছেন