শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪ | ১৪ বৈশাখ, ১৪৩১ | ১৭ শাওয়াল, ১৪৪৫

মূলপাতা আঞ্চলিক রাজনীতি

চট্টগ্রামে বিএনপির সমাবেশে আমীর খসরু

ব্রিকসের সদস্য হতে না পেরে প্রধানমন্ত্রী বিএনপিকে গালাগালি করেছেন


রাজনীতি সংবাদ প্রতিবেদক, চট্টগ্রাম প্রকাশের সময় :২৬ আগস্ট, ২০২৩ ৮:১৯ : অপরাহ্ণ
আজ বিকেলে চট্টগ্রাম মহানগর বিএনপির কালো পতাকা মিছিলপূর্ব সমাবেশে বক্তব্য রাখেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। ছবি: সংগৃহীত
Rajnitisangbad Facebook Page

দক্ষিণ আফ্রিকায় ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অংশগ্রহণ প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘তিনি (প্রধানমন্ত্রী) সেখানে গেছেন কোন কাজে, করেছেন কী? তিনি ব্রিকস সম্মেলনে সদস্য হতে গিয়েছিলেন। কিন্তু সদস্য হতে না পেরে ঘরের ভেতর আওয়ামী লীগের কিছু লোকজন নিয়ে সভা করে বিএনপিকে গালাগালি করেছেন। আর নৌকায় ভোট চেয়েছেন।’

এ বিএনপি নেতা প্রশ্ন রাখেন, ‘বাংলাদেশের জনগণের করের টাকা খরচ করে আপনি (প্রধানমন্ত্রী) দক্ষিণ আফ্রিকায় গেছেন কি নৌকায় ভোট চাইতে?’

আজ শনিবার বিকেলে কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম মহানগর বিএনপির কালো পতাকা মিছিলপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের একদফা দাবিতে নগরীর কাজীর দেউড়ি নূর আহমদ সড়কে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, দক্ষিণ আফ্রিকায় সদ্য অনুষ্ঠিত ব্রিকসের শীর্ষ সম্মেলনে ৬টি দেশ-সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ইরান, মিসর, আর্জেন্টিনা এবং ইথিওপিয়াকে জোটের নতুন সদস্য হওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। কিন্তু আমন্ত্রণ পায়নি বাংলাদেশ।

এ সম্মেলনের পর দক্ষিণ আফ্রিকার স্থানীয় সময় বৃহস্পতিবার প্রবাসী বাংলাদেশিদের দেওয়া এক নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ওই অনুষ্ঠানে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বিএনপি ও দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কড়া সমালোচনা করেন।

আরও পড়ুন: দেশকে লুটেরাদের হাতে ছেড়ে দেবেন না: শেখ হাসিনা

শেখ হাসিনার ওই বক্তব্য প্রসঙ্গে আমীর খসরু বলেন, ‘বিএনপি, খালেদা জিয়া, তারেক রহমানসহ সবাইকে মন খুলে গালি দিয়েছেন। জনগণের করের টাকায় দক্ষিণ আফ্রিকায় গিয়ে গালিগালাজ করার দরকার কি? দেশে বসেই তো প্রতিদিন সকাল-বিকেল বিএনপিকে গালি দিচ্ছেন।’

বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, ‘ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতন খুব সন্নিকটে। জনগণের মনের ভাষা যদি এখনো তারা পড়তে না পারেন তবে তাদের জন্য খারাপ সময় অপেক্ষা করছে।’

পুলিশকে হুঁশিয়ার করে আমীর খসরু বলেন, ‘যেসব পুলিশ সদস্য বিএনপি নেতা-কর্মীদের নামে মিথ্যা মামলা, হামলা করছেন তাদের তালিকা করা হচ্ছে। অন্যায়ভাবে কারো বিরুদ্ধে জুলুম করা হলে বাকি জীবন এসব পুলিশ সদস্যদের জেলে কাটবে।’

চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক ডা. শাহাদাত হোসেনের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, কেন্দ্রীয় বিএনপির শ্রম সম্পাদক এ এম নাজিম উদ্দীন, চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর এবং দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক আবু সুফিয়ান।

ব্রিকসের সদস্য হতে না পেরে প্রধানমন্ত্রী বিএনপিকে গালাগালি করেছেন

সমাবেশ শেষে আমীর খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে কালো পতাকা মিছিল বের হয়। এতে বিএনপি ও এর অঙ্গ সংগঠনেরর হাজারো নেতা-কর্মী অংশ নেন।

মিছিলটি কাজীর দেউরী নুর আহমদ সড়ক থেকে শুরু হয়ে লাভলেইন, বৌদ্ধ মন্দির মোড়, চেরাগী পাহাড় মোড় হয়ে আন্দরকিল্লা মোড়ে গিয়ে শেষ হয়।

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর