বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪ | ২৬ বৈশাখ, ১৪৩১ | ২৯ শাওয়াল, ১৪৪৫

মূলপাতা বিএনপি

দুই দিনের নতুন কর্মসূচি ঘোষণা করলো বিএনপি


রাজনীতি সংবাদ প্রতিবেদন প্রকাশের সময় :২২ আগস্ট, ২০২৩ ৯:০৫ : অপরাহ্ণ
Rajnitisangbad Facebook Page

সরকারের পদত্যাগের একদফা দাবিতে দুই দিনের নতুন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।

আগামী ২৫ আগস্ট (শুক্রবার) ঢাকা উত্তর ও দক্ষিণ বিএনপির কালো পতাকা গণমিছিল এবং ২৬ আগস্ট সকল মহানগরে কালো পতাকা গণমিছিল অনুষ্ঠিত হবে।

আজ মঙ্গলবার রাতে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কর্মসূচি ঘোষণা করেন।

এর আগে এক দফা দাবিতে গত শুক্রবার (১৮ আগস্ট) যুগপৎভাবে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণে পৃথক গণমিছিল করে বিএনপি। সরকারবিরোধী বিভিন্ন দল, জোট ও বিএনপির সমমনারাও সেদিন এ কর্মসূচি পালন করে।

গত ১২ জুলাই নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ থেকে সরকার পতনের এক দফা আন্দোলনের ঘোষণা দেয় বিএনপি।

এরপর থেকে এক দফা দাবি আদায়ে রাজপথে ধারাবাহিক আন্দোলন কর্মসূচি পালন করছে দলটি। এসব কর্মসূচিতে সরকারবিরোধী জোটগুলোও সংহতি জানায়।

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর