শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪ | ৭ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৯ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা দেশজুড়ে

অর্থমন্ত্রীর জন্য ভোট চাওয়া সেই ওসিকে প্রত্যাহার


কুমিল্লার নাঙ্গলকোট থানার ওসি মো. ফারুক হোসেন

রাজনীতি সংবাদ প্রতিনিধি, কুমিল্লা প্রকাশের সময় :১৮ আগস্ট, ২০২৩ ১:৫৩ : অপরাহ্ণ

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের জন্য ভোট চাওয়া কুমিল্লার নাঙ্গলকোট থানার ওসি মো. ফারুক হোসেনকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। তার স্থলাভিষিক্ত করা হয়েছে জেলার সদর দক্ষিণ থানার ওসি দেবাশীষ চৌধুরীকে।

আজ বুধবার কুমিল্লা পুলিশ সুপার আবদুল মান্নান স্বাক্ষরিত এক অফিস আদেশ থেকে এ তথ্য জানা গেছে।

গত ১৫ আগস্ট সকালে নাঙ্গলকোট উপজেলার মিলনায়তনে এক অনুষ্ঠানে ওসি ফারুক আহমেদ উপস্থিত লোকজনের কাছে আগামী জাতীয় নির্বাচনে আ হ ম মুস্তফা কামালকে ভোট দেওয়ার আহ্বান জানান।

জাতীয় শোক দিবস উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করেছিলো উপজেলা প্রশাসন।

সেদিন ওসি ফারুক তার বক্তব্যে বলেন, ‘নাঙ্গলকোটের মানুষ গণহারে উনাকে (আ হ ম মুস্তফা কামাল) আবারও নির্বাচিত করবেন। এটা আমার দিক থেকে আপনাদের কাছে মিনতি। আসলে মাননীয় অর্থমন্ত্রী নাঙ্গলকোটের এতো উন্নয়ন করেছেন। নাঙ্গলকোটের অনেক এলাকায় রাস্তাঘাটও ছিল না, বিদ্যুৎ ছিল না। উনি যখন আসলেন, তখন আপনাদের মন জয় করলেন এবং আপনাদেরকে উন্নয়নের শিখরে পৌঁছে দিলেন।’

ওসির ভোট চাওয়ার বক্তব্যের ভিডিও ফুটেজটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ নিয়ে চারদিকে সমালোচনার ঝড় উঠে।

সচেতন মহলের ভাষ্য, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একজন সদস্য হয়ে ওসি এভাবে রাজনৈতিক বক্তব্য দিতে পারেন না।

উল্লেখ্য, অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল কুমিল্লা-১০ (সদর দক্ষিণ, লালমাই, নাঙ্গলকোট) আসনের সংসদ সদস্য এবং কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি।

আরও পড়ুন: অর্থমন্ত্রীর জন্য ভোট চাইলেন ওসি, সমালোচনার ঝড়

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর