মঙ্গলবার, ৭ মে, ২০২৪ | ২৪ বৈশাখ, ১৪৩১ | ২৭ শাওয়াল, ১৪৪৫

মূলপাতা বিএনপি

মোড়কের ভেতরে বাকশাল, ভূরাজনৈতিক কারণে বলতে পারছে না: ফখরুল


রাজনীতি সংবাদ প্রতিবেদন প্রকাশের সময় :৮ আগস্ট, ২০২৩ ২:১৭ : অপরাহ্ণ
আজ দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: সংগৃহীত
Rajnitisangbad Facebook Page

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আওয়ামী লীগের লক্ষ্য-একদলীয় শাসন ব্যবস্থা চালু। কিন্তু ভূরাজনৈতিক কারণে তারা বাকশাল বলতে পারছে না। মোড়কের ভেতরে কিন্তু ওটাই (বাকশাল)।’

আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

ডিজিটাল নিরাপত্তা আইনের নাম পরিবর্তন প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, ‘আমরা ডিজিটাল নিরাপত্তা আইনের পুরোপুরি বাতিলের পক্ষে। এটা নিয়ে দাবি জানিয়েছি, প্রোগ্রাম করেছি, সেমিনার করেছি। আবার এটা নিয়ে কথা বলবো। কারণ, স্বাধীনতা ও গণতন্ত্রের জন্য এই আইন নিকৃষ্ট কালো আইন। সুতরাং এই আইন কোনোমতেই থাকা উচিত নয়। আমরা যে দফা দিয়েছি, তাতে পুরোপুরিই ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের কথা বলেছি।’

সরকারের মেয়াদের শেষ পর্যায়ে এমন সিদ্ধান্ত নেওয়ার প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, ‘এক. মানুষকে বোকা বানানো। দুই. বিদেশিদের একটা প্রচন্ড চাপ আছে, তাদেরকে বুঝানোর চেষ্টা করা। প্রচণ্ড ঝড়ের মধ্যে উট পাখি মাটির মধ্যে মাথা গুঁজে থাকে, যেন ঝড়টা চলে যায়। এটা হচ্ছে- মানুষকে বোকা বানিয়ে তারা (সরকার) ভাবছে বু্দ্ধিমানের কাজ করছে। মানুষকে সবাই বোকা ভাবে। এটা ঠিক না। এটাতে আরও প্রমাণিত হচ্ছে- একই কায়দায় তারা চলছে।’

সবার সঙ্গে আলাপ-আলোচনা করে আইনটা করা যায় কি না-এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ‘আওয়ামী লীগের সঙ্গে এটা আশা করতে পারি না। কারণ, আওয়ামী লীগের চরিত্র আমরা জানি। কনফিউশনটা কোথায়। অনেকে মনে করেন, আওয়ামী লীগ এটা ভালো করবে, করতে পারে। গণতন্ত্রের ক্ষেত্রে, মানুষের অধিকারের ক্ষেত্রে, মত প্রকাশের ক্ষেত্রে কোনোদিনই তারা এ কাজটি করেনি।’

উল্লেখ্য, গতকাল সোমবার মন্ত্রিসভা ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের নাম পরিবর্তন করে সাইবার সিকিউরিপটি অ্যাক্ট নামকরণে নতুন আইনের খসড়া অনুমোদন দেয়।

আরও পড়ুন: সাইবার আইনে কারাদণ্ড নয়, ২৫ লাখ পর্যন্ত জরিমানা

২০১৮ সালের ১৯ সেপ্টেম্বর জাতীয় সংসদে ডিজিটাল নিরাপত্তা আইনটি পাস হয়েছিল। ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেপ্তার লেখক মুশতাক আহমেদ ২০২১ সালে কারাগারে মারা যাওয়ার পর ওই আইন বাতিলের দাবিতে ক্ষোভ-বিক্ষোভ চলছিল।

আরও পড়ুন: সাইবার নিরাপত্তা আইন নিয়ে যা বললো যুক্তরাষ্ট্র

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর