মঙ্গলবার, ৭ মে, ২০২৪ | ২৪ বৈশাখ, ১৪৩১ | ২৭ শাওয়াল, ১৪৪৫

মূলপাতা চট্ট-মেট্টো

মঙ্গলবার চট্টগ্রাম নগরীর সব স্কুল বন্ধ ঘোষণা


রাজনীতি সংবাদ প্রতিবেদক, চট্টগ্রাম প্রকাশের সময় :৭ আগস্ট, ২০২৩ ৮:৩৪ : অপরাহ্ণ
অতিরিক্ত বৃষ্টিতে চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকা কোমর পানিতে তলিয়ে গেছে। ছবি: সংগৃহীত
Rajnitisangbad Facebook Page

অতিরিক্ত বৃষ্টি ও জলাবদ্ধতার কারণে আগামীকাল মঙ্গলবার চট্টগ্রাম নগরীর সরকারি-বেসরকারি প্রাথমিক ও মাধ্যমিক সব স্কুল বন্ধ ঘোষণা করেছে সরকার।

আজ সোমবার বিকেলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয় থেকে পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ জানান, অতিরিক্ত বৃষ্টি ও জলাবদ্ধতার কারণে আগামীকাল মঙ্গলবার চট্টগ্রামের ১৮৩টি প্রাথমিক স্কুলের একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে।

এদিকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, অতিবৃষ্টি ও জলাবদ্ধতার কারণে চট্টগ্রাম নগরীর শিক্ষা প্রতিষ্ঠানসমূহের স্বাভাবিক কার্যক্রম আগামীকাল মঙ্গলবার বন্ধ থাকবে।

গত শুক্রবার থেকে টানা বৃষ্টিতে জলাবদ্ধ হয়ে পড়েছে চট্টগ্রাম নগরীর অধিকাংশ এলাকা। এতে ভোগান্তিতে পড়েছেন স্কুল কলেজের শিক্ষার্থী এবং অফিসগামী যাত্রীরা। এ অবস্থায় মঙ্গলবার শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে।

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর