বুধবার, ১ মে, ২০২৪ | ১৮ বৈশাখ, ১৪৩১ | ২১ শাওয়াল, ১৪৪৫

মূলপাতা জাতীয়

বাংলাদেশের নির্বাচন নিয়ে মুখ খুললো ভারত


রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :৩ আগস্ট, ২০২৩ ১০:০৮ : অপরাহ্ণ
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি। ছবি: সংগৃহীত
Rajnitisangbad Facebook Page

বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচন কীভাবে হবে তা এ দেশের জনগণ ঠিক করবে বলে মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি।

তিনি বলেন, ‘ভারত চায়, নির্বাচন পরিকল্পনামাফিক হোক। সহিংসতা ছাড়া শান্তিপূর্ণ ভোট হোক।’

আজ বৃহস্পতিবার সাপ্তাহিক সংবাদ ব্রিফিংয়ে বাংলাদেশের চলমান রাজনীতি ও নির্বাচন নিয়ে ভারতের অবস্থান প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

বাংলাদেশের আসন্ন নির্বাচন নিয়ে অন্যান্য দেশের মন্তব্যকে ভারত কীভাবে দেখছে?-এমন প্রশ্নের জবাবে অরিন্দম বাগচি বলেন, ‘দেখুন, আমি মনে করি, সেখানে বিভিন্ন রকম কার্যক্রম (এক্টিভিটিজ) চলছে। এ জন্য অনেকে অনেক ধরনের মতামত দিচ্ছেন। পুরো বিশ্ব এ নিয়ে কথা বলতে পারে, তবে ভারত ভারতই। কারণ বাংলাদেশের সঙ্গে আমাদের বিশেষ সম্পর্ক রয়েছে। বাংলাদেশে যা ঘটে তা আমাদেরকে প্রভাবিত করে। সেখানকার অনেক কিছুর সঙ্গে আমরা যুক্ত।’

বাংলাদেশ পরিস্থিতি নয়াদিল্লি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে জানিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই মুখপাত্র বলেন, ‘সেখানে আমাদের একটি হাইকমিশন আছে। আমরা আশা করি, সেখানে শান্তি থাকবে ও সহিংসতামুক্ত পরিবেশ থাকবে।’

বাংলাদেশের নির্বাচনকালীন সরকার বা তত্ত্বাবধায়ক সরকারের বিষয়ে অরিন্দম বাগচি বলেন, ‘এই ইস্যুতে ভারতের কোনো মন্তব্য নেই।’

উল্লেখ্য, এতোদিন ধরে বাংলাদেশের নির্বাচন নিয়ে বিভিন্ন দেশ কথা বললেও এই প্রথম ভারত আনুষ্ঠানিকভাবে তাদের প্রাথমিক মতামত ব্যক্ত করলো।

আরও পড়ুন: তত্ত্বাবধায়ক সরকারের বিষয়ে যা বললেন মার্কিন রাষ্ট্রদূত

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর