রাজনীতি সংবাদ প্রতিবেদন প্রকাশের সময় :২৯ জুলাই, ২০২৩ ৩:১৬ : অপরাহ্ণ
রাজধানীর ধোলাইখালে বিএনপির অবস্থান কর্মসূচিতে নির্বিচারে লাঠিচার্জ করেছে পুলিশ। একপর্যায়ে বিএনপি নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। এসময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় রক্তাক্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।
আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে ধোলাইখালে এ ঘটনা ঘটে।
একাধিক ভিডিওতে দেখা গেছে, বিএনপির কয়েকজন কর্মী গয়েশ্বর রায়কে বাঁচাতে ঘিরে ধরে আছেন। এসময় তাদের এলোপাতাড়ি পিটুনি শুরু করে পুলিশ।
একপর্যায়ে আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে যান গয়েশ্বর রায়। মাটিতে পড়ার পরও বিএনপির এই অন্যতম শীর্ষ নেতাকে বেধড়ক পেটাতে থাকে পুলিশ।
পরে তাকে আহত অবস্থায় আটক করা হয়। এসময় ঢাকা বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদকেও আটক করা হয়।
সংঘর্ষ চলাকালে পুলিশ বিএনপির নেতা-কর্মীদের শটগানের গুলি ছুড়ে। এতে দলটির ৬ নেতা-কর্মী গুলিবিদ্ধ হন। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গুলিবিদ্ধরা হলেন-জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-সভাপতি মহিউদ্দিন রুবেল (৩০), কলাবাগান থানা ছাত্রদলের সভাপতি জাকিরুল আলম (৩০), নাট্য বিষয়ক সম্পাদক কেন্দ্রীয় ছাত্রদল এনামুল হক (৩০), কবি নজরুল ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান আবির (২৯), পটুয়াখালী জেলার রাঙ্গাবালী উপজেলার ছাত্রদলের সদস্য সচিব আব্দুল আজিজ (২৮ ) ও যুবদল কর্মী ওবায়দুল হক (৪০)।
এরা আগে বেলা ১১টায় ধোলাইখালে ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায়ের নেতৃত্বে দলটির হাজারো নেতা-কর্মী অবস্থান কর্মসূচি পালনে অংশ নেন। সড়কে অবস্থান নিয়ে সরকার বিরোধী নানা স্লোগান দেন তারা।
রাজধানীর চারটি প্রবেশমুখেই বিএনপির অবস্থান কর্মসূচিতে বাধা দিয়েছে পুলিশ। এ সময় পুলিশ বিএনপি নেতা-কর্মীদের ওপর নির্বিচারে লাঠিচার্জ করে। স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরাও বিএনপি নেতা-কর্মীদের ওপর হামলা চালায়।
ধোলাইখাল, উত্তরা, মাতুয়াইল এবং গাবতলীতে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।
এ সময় বিএনপির অন্তত অর্ধশতাধিক নেতা-কর্মীকে আটক করা হয়েছে। আহত হয়েছেন অনেকে।
আরও পড়ুন:
পুলিশ-বিএনপি সংঘর্ষ: রক্তাক্ত গয়েশ্বর, আটক আমানউল্লাহ
উত্তরায় আ.লীগ–বিএনপির মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া
নয়াপল্টনে অতিরিক্ত পুলিশ মোতায়েন, র্যাবের টহল, আটক ১