বুধবার, ৮ মে, ২০২৪ | ২৫ বৈশাখ, ১৪৩১ | ২৮ শাওয়াল, ১৪৪৫

মূলপাতা আওয়ামী লীগ

বিএনপির সঙ্গে সংলাপের কথা ভাবছি না: কাদের


রাজনীতি সংবাদ প্রতিবেদন প্রকাশের সময় :৮ জুন, ২০২৩ ৭:০৬ : অপরাহ্ণ
ওবায়দুল কাদের
Rajnitisangbad Facebook Page

তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা নিয়ে বিএনপির সঙ্গে আওয়ামী লীগ সংলাপে বসার কোনো কথা ভাবছে না বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আজ বৃহস্পতিবার ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের ঐতিহাসিক ছয় দফা দিবস উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিএনপির সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, ‘দলটির শীর্ষ নেতারা যে যেভাবে পেরেছেন নির্বাচনে মনোনয়ন দেবেন বলে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। সেটা লন্ডন থেকে হয়েছে, নয়াপল্টন থেকে হয়েছে, গুলশান থেকে হয়েছে। তবে নির্বাচনে আসতে বিএনপি যেসব শর্ত দিচ্ছে, সেসব কোনো শর্তই আমরা মানবো না।’

আরও পড়ুন: বিএনপির সঙ্গে আলোচনায় রাজি সরকার, জানালেন আমু

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার নিশ্চিত ছাড়া সংলাপ নয় বলছে বিএনপি। এখন ফখরুল সাহেবের জিহ্বায় পানি আসছে। মনে করছে, ঠিকই আওয়ামী লীগ তাদের সংলাপে ডাকবে। ওই সংলাপের কথা আমরা ভাবছি না। এই কথা আর মুখে আনবেন না।’

আরও পড়ুন: জাতীয় নির্বাচন নিয়ে এবার সংলাপের কথা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

বিএনপি মহাসচিবের প্রতি প্রশ্ন ছুড়ে দিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘নিরপেক্ষ কে? আপনার নেত্রী বলেছেন, শিশু আর পাগল ছাড়া কেউ নিরপেক্ষ নয়। কাজেই আপনি শিশু আর পাগলের মধ্যে তত্ত্বাবধায়ক সরকারের নিরপেক্ষ ব্যক্তি খুঁজে বের করুন। তারপর বোঝা যাবে কী হবে।’

ওবায়দুল কাদের বলেন, ‘আর এটা নিয়ে মাথা খারাপ করবেন না। এ নিয়ে ভেবে ভেবে মন খারাপ করে লাভ নেই। এটা আর আসবে না। এই তত্ত্বাবধায়ক মরে গেছে। মরা কিছুকে জীবিত করার চেষ্টা করবেন না।’

দেশে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থাকে আওয়ামী লীগ মেরে ফেলেনি বলে জানিয়ে দলটির সাধারণ সম্পাদক বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকারকে আমরা মারিনি। আদালতের আদেশে মরে গেছে। আপনি কেন বারবার আওয়ামী লীগের নামে এ অপবাদ দেন।’

ওবায়দুল কাদের বলেন, ‘২০০১ ও ২০০৬ সালে বিএনপি তত্ত্বাবধায়ক সরকার নিয়ে যেসব কর্মকাণ্ড করেছে, নিজেদের লোক দিয়ে একটি সরকারব্যবস্থা করেছিল, সেটির জন্যই আদালত এটি নিষিদ্ধ করেছে।’

সমাবেশে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা ছাড়াও উত্তর ও দক্ষিণ মহানগরের নেতারা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর