বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪ | ২৬ বৈশাখ, ১৪৩১ | ২৯ শাওয়াল, ১৪৪৫

মূলপাতা জাতীয়

জাতীয় নির্বাচন নিয়ে এবার সংলাপের কথা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী


রাজনীতি সংবাদ প্রতিবেদন প্রকাশের সময় :৭ জুন, ২০২৩ ২:৫১ : অপরাহ্ণ
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল
Rajnitisangbad Facebook Page

আগামী জাতীয় নির্বাচন নিয়ে বিএনপির সঙ্গে প্রয়োজনে জাতিসংঘের মধ্যস্থতায় সরকার আলোচনায় বসতে রাজি বলে গতকাল মঙ্গলবার জানিয়েছিলেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু।

কিন্তু আজ সকালে আমুর সংলাপের বিষয়টি নাকচ করে দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি সংলাপের বিষয়টি উড়িয়ে দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যে এবার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘সবকিছুই সংলাপ ও আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে।’

আজ বুধবার দুপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদরদপ্তরে একটি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আওয়ামী লীগকে একটি জনপ্রিয় দল উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগ দীর্ঘদিন ক্ষমতায়। আওয়ামী লীগ বিশ্বাস করে জনগণের ক্ষমতায় চলতে হবে। জনগণের ক্ষমতা অব্যাহত রাখতে হলে সবার সঙ্গে আলোচনা করতে হবে। সংলাপ চলমান থাকবে। তাই সংলাপ বা আলোচনার বিকল্প কিছু নেই।’

আরও পড়ুন: 

বিএনপির সঙ্গে আলোচনায় রাজি সরকার, জানালেন আমু

আমুর বক্তব্য নাকচ, জাতিসংঘের মধ্যস্থতার প্রয়োজন নেই বললেন কাদের

বিদেশি রাষ্ট্রদূতরা বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করছেন। আগামী নির্বাচনে তাদের কোনো ষড়যন্ত্র বা পরিকল্পনা আছে কিনা—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আসাদুজ্জামান বলেন, ‘এটি পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাজ। তারা যেটি বলেছে সেটিই যথেষ্ট। তারাই মনিটরিং করছেন।’

জামায়াতে ইসলামীকে বিক্ষোভ সমাবেশের অনুমতি দেওয়া হবে কিনা-এই প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘জামায়াতে ইসলামী এখন নির্বাচন কমিশনের স্বীকৃত রাজনৈতিক দল নয়। কাজেই এ বিষয়ে আমাদের ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার সিদ্ধান্ত জানাবেন। ঢাকায় বায়তুল মোকাররম এলাকায় সমাবেশ করতে দিলে কোনো নাশকতা বা বিশৃঙ্খলার সম্ভাবনা রয়েছে কি না, তা যাচাই-বাছাই করে সিদ্ধান্ত দেয়া হবে।’

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর