বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪ | ১২ বৈশাখ, ১৪৩১ | ১৫ শাওয়াল, ১৪৪৫

মূলপাতা আওয়ামী লীগ

গাজীপুরে গণতন্ত্রের বিজয় হয়েছে: কাদের


রাজনীতি সংবাদ প্রতিবেদন প্রকাশের সময় :২৬ মে, ২০২৩ ৮:২৮ : অপরাহ্ণ
রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশে বক্তব্য রাখেন ওবায়দুল কাদের। ছবি: সংগৃহীত
Rajnitisangbad Facebook Page

গাজীপুরে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হওয়ার মধ্য দিয়ে গণতন্ত্রের বিজয় হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি বলেন, ‘গাজীপুর সিটি নির্বাচনের মাধ্যমে প্রমাণ হয়েছে বর্তমান সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করা সম্ভব। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচন গাজীপুরের মতো হবে।’

আজ শুক্রবার বিকেলে ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রাণনাশের ‘হুমকিদাতা’ আবু সাইদ চাঁদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এই সমাবেশের আয়োজন করা হয়।

ওবায়দুল কাদের বলেন, ‘গাজীপুরের নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী নির্বাচিত হয়নি। তবে নির্বাচন অবাধ, সুষ্ঠু হয়েছে বলে সারা দেশের মানুষ অত্যন্ত খুশি। বিশ্বের মানুষ তাকিয়ে ছিল গাজীপুরের নির্বাচনের দিকে। গাজীপুরে আমাদের প্রার্থী জয়ী হলে মানুষ যতটা খুশি হতো, তার থেকে বেশি খুশি হয়েছে নিরপেক্ষ নির্বাচন হওয়ায়। সেখানে গণতন্ত্রের বিজয় হয়েছে।’

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘বিএনপি নেতারা নির্বাচন নিয়ে মিথ্যাচার করে। তারা বলে এ দেশে শেখ হাসিনার অধীনে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হয় না। কিন্তু গাজীপুরের নির্বাচনে সেটা মিথ্যা প্রমাণ হয়েছে।’

ওবায়দুল কাদের বলেন, ‘অন্য চারটি সিটি নির্বাচনও সুষ্ঠু হবে। এমনকি আগামী জাতীয় সংসদ নির্বাচন গাজীপুরের মতো অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে।’

আরও পড়ুন: গাজীপুরের মাধ্যমে সরকার সুষ্ঠু নির্বাচন দেখানোর চেষ্টা করেছে: খসরু

বিএনপি মহাসচিবের উদ্দেশে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ’মির্জা ফখরুলকে এই দেখলাম হাসপাতালে আবার দেখি বাইরে বক্তৃতা করছেন। বক্তৃতা মানেই তো মিথ্যাচার। ফখরুল কেন হাসপাতালে গেছেন, তা আমরা জানি। লন্ডন থেকে চাপ আসায় তিনি মনের কষ্টে হাসপাতালে গেছেন।’

যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি নিয়ে ওবায়দুল কাদের বলেন, ’আটলান্টিকের ওপারের দিকে তাকিয়ে ছিল বিএনপি। কিসের আশায় তারা তাকিয়ে ছিল? নিষেধাজ্ঞা? তারা বড় আশা করেছিল শেখ হাসিনা সরকারের ওপর নিষেধাজ্ঞা আরোপ হবে। কিন্তু তা আর হলো না। কী এসেছে? ভিসা নীতি এসেছে। এই নীতিতে পরিষ্কার করে বলা হয়েছে, যারা নির্বাচনকে বাধাগ্রস্ত করবে বা বাধাগ্রস্তের চেষ্টা করবে, তাদের জন্য যুক্তরাষ্ট্র ভিসা বন্ধ করে দেবে। এই ভিসা নীতি আমাদের জন্য কোনো সমস্যা না। বরং বিএনপিসহ যারা নির্বাচনকে বানচাল করতে চায়, বাধাগ্রস্ত করতে চায়, তাদের জন্য সমস্যা। আমরা তো নির্বাচন করতে চাই। আমরা কেন নির্বাচনে বাধা দেবো?’

আরও পড়ুন: বাংলাদেশে নির্বাচনে অনিয়মের সঙ্গে জড়িতদের ভিসা দিবে না যুক্তরাষ্ট্র

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ’কোনো বিদেশি বন্ধু আমাদের একবারও তত্ত্বাবধায়ক সরকারের ব্যাপারে কিছু বলেনি। বাংলার মাটিতে তত্ত্বাবধায়ক সরকার আর কোনো দিন ফিরে আসবে না। আমি যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতকে প্রশ্ন করেছিলাম, তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আপনাদের কোনো মতামত আছে কি না? পিটার হাস আমাকে বলেছিলেন, এসব ব্যাপারে আমাদের মাথাব্যথা নেই। একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন হোক, এটাই আমাদের চাওয়া।’

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি নিয়ে যা বললেন বিএনপি মহাসচিব

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর