মঙ্গলবার, ৭ মে, ২০২৪ | ২৪ বৈশাখ, ১৪৩১ | ২৭ শাওয়াল, ১৪৪৫

মূলপাতা জাতীয়

ব্যালট বা ইভিএমে শতভাগ সুষ্ঠু ভোট সম্ভব না: সিইসি


রাজনীতি সংবাদ প্রতিবেদন প্রকাশের সময় :৬ এপ্রিল, ২০২৩ ১২:১৭ : অপরাহ্ণ
সিইসি কাজী হাবিবুল আউয়াল।
Rajnitisangbad Facebook Page

ব্যালট বা ইভিএমে শতভাগ সুষ্ঠু ভোট সম্ভব নয় বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

তিনি বলেন, ‘ইভিএম বা ব্যালট নির্বাচনে বড় চ্যালেঞ্জ নয়। চ্যালেঞ্জ হচ্ছে রাজনোইতিক দল গুলোর অংশগ্রহণ ও তাদের সুস্থ গণতান্ত্রিক সংস্কৃতি।’

আজ বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁয়ে নির্বাচন ভবনে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

সিইসি বলেন, ‘সকল দল নির্বাচনে অংশগ্রহণ করুক সেই প্রয়াস শেষ পর্যন্ত কমিশনের থাকবে। সব দল নির্বাচনে অংশগ্রহণ করলে নির্বাচন জনগণের কাছে গ্রহণযোগ্য হয়।’

আরও পড়ুন: আগামী জাতীয় নির্বাচনে ইভিএম থাকছে না, ভোট হবে ব্যালটে

হাবিবুল আউয়াল বলেন, ‘ব্যালটে ভোট করার সিদ্ধান্ত কোন চাপে নয়। কমিশনের নিজস্ব সিদ্ধান্ত। ব্যালটের চাইতে ইভিএম নিরাপদ বেশি। কারচুপি বন্ধ করা সহজ।’

সিইসি বলেন, ‘আগাম নির্বাচন হবে না, রোডম্যাপ অনুযায়ী প্রস্তুতি কমিশনের। আগাম ভোটের প্রশ্নই উঠে না।’

আরও পড়ুন: ব্যালটে ভোট নিয়ে আগ্রহ নেই, মূল সংকট নির্বাচনকালীন সরকার: ফখরুল

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর