রবিবার, ৫ মে, ২০২৪ | ২২ বৈশাখ, ১৪৩১ | ২৫ শাওয়াল, ১৪৪৫

মূলপাতা অন্যান্য দল

ধর্মঘট নিষিদ্ধ করে চূড়ান্ত স্বৈরতন্ত্র চালুর পাঁয়তারা: মান্না


রাজনীতি সংবাদ প্রতিবেদন প্রকাশের সময় :৬ এপ্রিল, ২০২৩ ১১:১৬ : অপরাহ্ণ
মাহমুদুর রহমান মান্না
Rajnitisangbad Facebook Page

ক্ষমতাসীন অগণতান্ত্রিক সরকার দেশে একদলীয় শাসনব্যবস্থা কায়েমের চেষ্টা করছে অভিযোগ করে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, ‘ধর্মঘট নিষিদ্ধ করে সরকারি দল চূড়ান্ত স্বৈরতান্ত্রিক ব্যবস্থা চালু করতে চায়।’

আজ বৃহস্পতিবার দলটির সাংগঠনিক সম্পাদক সাকিব আনোয়ার এক বিবৃতির মাধ্যমে সংবাদমাধ্যমকে এ কথা জানিয়েছেন।

মান্না বলেন, ‘ক্ষমতাসীন দল পূর্বসূরিদের মতই একব্যক্তির শাসন প্রতিষ্ঠা করতে চায়। যে গণতন্ত্রের জন্য লড়াই করে এ দেশের স্বাধীনতা অর্জিত হয়েছে, সরকার সেই গণতন্ত্রকে পুরোপুরি ধ্বংস করেছে। তারা মানুষের মৌলিক এবং সাংবিধানিক অধিকার হরণ করেছে। বিরোধী মত দমনে তারা একের পর এক অসাংবিধানিক আইন চালু করে যাচ্ছে।’

নাগরিক ঐক্যের সভাপতি বলেন, ‘জনগণের বাক স্বাধীনতা এবং গণমাধ্যমের কণ্ঠরোধ করতে ডিজিটাল নিরাপত্তা আইনের মতো নিবর্তনমূলক কালো আইন তৈরি করা হয়েছে। ভোট ডাকাতির মাধ্যমে সংসদ দখল করে তারা অসাংবিধানিক আইন জারি করে অবৈধ ক্ষমতা কুক্ষিগত করে রাখার অপচেষ্টা চলছে। এরই ধারাবাহিকতায় সরকারের নির্দেশে ধর্মঘট বন্ধ করার আইন পাসের পাঁয়তারা চলছে।’

আরও পড়ুন: ধর্মঘট নিষিদ্ধ করতে পারবে সরকার, সংসদে বিল

মান্না বলেন, ‘সরকার অভ্যন্তরীণ-আন্তর্জাতিক চাপে দিশেহারা। ক্ষমতা হারানোর ভয়ে তারা দিগ্বিদিক জ্ঞান শূন্য হয়ে পড়েছে। অত্যাচার-নিপীড়ন-নির্যাতন-হামলা-মামলা-গুম-খুন-বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের মাধ্যমে তারা বিরোধী মত দমনের চেষ্টা করছে। কিন্তু এর ফলাফল ভালো হবে না। জনগণ জাগতে শুরু করেছে। অচিরেই তারা সরকার পদত্যাগের দাবি নিয়ে রাজপথে নেমে আসবে এবং গণঅভ্যূত্থানের মাধ্যমে এই সরকারের পতন ঘটাবে।’

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর