শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪ | ১৩ বৈশাখ, ১৪৩১ | ১৬ শাওয়াল, ১৪৪৫

মূলপাতা বিএনপি

যুবদলের সাধারণ সম্পাদক মুন্নাকে তুলে নেওয়ার অভিযোগ


রাজনীতি সংবাদ প্রতিবেদন প্রকাশের সময় :৮ মার্চ, ২০২৩ ৬:৩৪ : অপরাহ্ণ
যুবদলের সাধারণ সম্পাদক মোনায়েম মুন্না।
Rajnitisangbad Facebook Page

যুবদলের সাধারণ সম্পাদক মোনায়েম মুন্নাকে গোয়েন্দা পুলিশ (ডিবি) তুলে নিয়ে গেছে বলে অভিযোগ করেছে সংগঠনটি।

আজ বুধবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন এলাকা থেকে তাকে তুলে নেওয়া হয় বলে জানান যুবদলের কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভুঁইয়া।

তিনি বলেন, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ১৭তম কারাবন্দি দিবস উপলক্ষে বিএনপির অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুন্না। তিনি রোজা রাখার কারণে আলোচনা সভা শেষ হওয়ার পূর্বেই বাসার উদ্দেশে বের হন। বাসায় ফেরার সময় তাকে ডিবি পুলিশ তুলে নিয়ে যায়।

যুবদল কেন্দ্রীয় সংসদের সভাপতি সুলতান সালাহউদ্দিন টুকু বলেন, ‘বিকেলে কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে দলের কর্মসূচি পালন শেষে মুন্নাসহ আমি বের হই। মুন্না শাহজাহাপুরে পৌঁছালে ডিবি পুলিশ তাকে তুলে নিয়ে যায়।’

তিনি বলেন, ‘মুন্নার নামে নতুন কোনো মামলা নেই। আগের মামলাগুলোতে জামিন নেয়া আছে’।’

এ বিষয়ে পুলিশের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর