মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪ | ১৭ বৈশাখ, ১৪৩১ | ২০ শাওয়াল, ১৪৪৫

মূলপাতা চট্ট-মেট্টো

আ.লীগ যতোই চেষ্টা করুক, ক্ষমতায় টিকে থাকতে পারবে না: খসরু


রাজনীতি সংবাদ প্রতিবেদন, চট্টগ্রাম প্রকাশের সময় :৪ মার্চ, ২০২৩ ৮:৩৩ : অপরাহ্ণ
চট্টগ্রাম নগরীর চৌমুহনী মোড়ে ডবলমুরিং থানার বিএনপির পদযাত্রা কর্মসূচিতে নেতৃত্ব দেন স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
Rajnitisangbad Facebook Page

চট্টগ্রাম নগরীর ১৫ থানায় পদযাত্রা কর্মসূচি পালন করেছে বিএনপি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ প্রায় এক ডজন কেন্দ্রীয় নেতা চট্টগ্রাম নগরীতে এই কর্মসূচির নেতৃত্ব দেন। এতে দলটির হাজারো নেতাকর্মীর ঢল নামে। নিকট অতীতে চট্টগ্রামে একসঙ্গে এতো সিনিয়র নেতা কোনো আন্দোলনে অংশ নেননি।

বিদ্যুৎ, গ্যাস, জ্বালানি ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদ, খালেদা জিয়ার মুক্তি, নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবি বাস্তবায়নসহ ১০ দফা দাবি আদায়ে গতকাল শনিবার কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এই পদযাত্রা বের করে বিএনপি।

নগরীর চৌমুহনী মোড়ে ডবলমুরিং থানার বিএনপির পদযাত্রা কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘আওয়ামী লীগ জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে। তাই এখন তারা পাল্টা কর্মসূচি দিচ্ছে। তারা যতোই চেষ্টা করুক ক্ষমতায় টিকে থাকতে পারবে না। দলীয় সরকারের অধীনে কোনো নির্বাচন হবে না। তাদেরকে বিদায় নিতে হবে, তাদেরকে বিদায় করে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন হবে।’

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘দেশে আজ নীরব দুর্ভিক্ষ চলছে। মানুষ দুইবেলা খেতে পারছে না। মুরগি এখন চারভাগে ভাগ করে বিক্রি করা হচ্ছে, গরুর মাংস গ্রাম হিসাব করে বিক্রি করা হচ্ছে। আওয়ামী লীগ অর্থনীতির লুটেরা যারা সম্পদ লুটপাট করেছে তারা বাদে দেশের প্রায় মানুষ কষ্টে আছে।’

আমীর খসরু বলেন, ‘আওয়ামী লীগ প্রায় সংবিধানের কথা বলে। আমি তাদেরকে একটা কথা বলতে চাই, সংবিধান কি গুম খুন করতে বলেছে, অর্থনীতি ধ্বংস করতে বলেছে, লুটপাট করতে বলেছে মানুষের মানবাধিকার ,ভোটাধিকার হরণ করতে বলেছে। সবকিছুতে তারা সংবিধান লঙ্ঘন করেছে।’

সাবেক এই মন্ত্রী বলেন, ‘বাংলাদেশের মালিক হচ্ছে দেশের জনগণ,এই দেশের জনগণ চোরদের হাতে তাদের ভাগ্য তুলে দিতে পারে না। আওয়ামী লীগ বলে দেশনেত্রী বেগম খালেদা জিয়া নাকি রাজনীতি করতে পারবে কিন্তু নির্বাচনে অংশ নিতে পারবে না। মামার বাড়ির আবদার, মনে হচ্ছে, দেশটা তাদের জমিদারি, যা বলবে তাই মানতে হবে।’

আমীর খসরু বলেন, ‘আওয়ামী লীগ যতগুলো ঘুম খুনের সাথে জাডিত সবগুলো যোগ করলে যতগুলো মামলা হবে নির্বাচন তো দূরের কথা তাদের নেতা-নেত্রীরা কেউ জেলের বাইরে থাকতে পারবে না। আজ জাতিসংঘ, মানবাধিকার সংগঠন সহ বিভিন্ন দেশ তাদের লুটপাট , মানবাধিকার লঙ্ঘন, ভোটাধিকার,লঙ্ঘনএর কার্যক্রম নিবিড় ভাবে পর্যবেক্ষণ করছে। আইএমএফ এর লোন নিয়ে তারা কী করছে তাও পর্যবেক্ষণ করছে।’

এদিকে নগরীর হালিশহর ও পাহাড়তলী থানায় পদযাত্রার নেতৃত্ব দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, বায়েজিদ থানায় ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাছির উদ্দিন, পাঁচলাইশে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা গোলাম আকবর খোন্দকার, বন্দর থানায় চেয়ারপারসনের অপর উপদেষ্টা এসএম ফজলুল হক, সদরঘাট থানায় সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) মাহবুবের রহমান শামীম, বাকলিয়া এলাকায় নগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন, চকবাজার এলাকায় কেন্দ্রীয় শ্রম সম্পাদক এএম নাজিম উদ্দীন, ইপিজেড থানায় কেন্দ্রীয় উপজাতি বিষয়ক সম্পাদক মা ম্যা চিং, পতেঙ্গায় কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক জালাল উদ্দীন মজুমদার, খুলশি থানায় হারুনুর রশিদ হারুন (ভিপি হারুন), কোতোয়ালি থানায় নগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর এবং চান্দগাঁও থানায় দক্ষিণ জেলার আহ্বায়ক আবু সুফিয়ান।

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর