সোমবার, ৬ মে, ২০২৪ | ২৩ বৈশাখ, ১৪৩১ | ২৬ শাওয়াল, ১৪৪৫

মূলপাতা খেলা

দ্বিতীয়বারের মতো ফিফা বর্ষসেরা মেসি


রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :২৮ ফেব্রুয়ারি, ২০২৩ ৯:২৭ : পূর্বাহ্ণ
ফিফা বর্ষসেরার পুরস্কার হাতে লিওনেল মেসি।
Rajnitisangbad Facebook Page

লিওনেল মেসির হাতেই উঠলো ফিফা বর্ষসেরা ফুটবলারের পুরস্কার। কিলিয়ান এমবাপ্পে ও করিম বেনজেমাকে পেছনে ফেলে দ্বিতীয়বারের মতো ফিফার বর্ষসেরা ফুটবলার ক্ষুদে জাদুকর। সেরা কোচ ও সেরা গোলরক্ষকের পুরস্কারও গেছে বিশ্বচ্যাম্পিয়ন আলবিসেলেস্তেদের ঘরে।

মেসির হাতে সোমবার সেরার ট্রফি তুলে দেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।

প্যারিসে পুরস্কার প্রদান অনুষ্ঠানে এমবাপ্পে উপস্থিত থাকলেও বেনজেমা যাননি। এমবাপ্পে বিশ্বকাপের ফাইনালে হারলেও সর্বোচ্চ গোলদাতার পুরস্কার ‘গোল্ডেন বুট’ জিতেছেন।

কিন্তু মেসি আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতানোর পথে হয়েছেন সেরা খেলোয়াড়। জিতেছেন ‘গোল্ডেন বল।’

২০১৬ সালে ‘দ্য বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ডস’ চালুর পর সে বছর ছেলেদের বর্ষসেরা হন ক্রিস্টিয়ানো রোনালদো। পরের বছরও পর্তুগিজ তারকাই পুরস্কারটি জেতেন।

এরপর ২০১৮ সালে লুকা মদরিচের পর ২০১৯ সালে প্রথমবারের মতো ‘বেস্ট’ ট্রফি জেতেন মেসি। বায়ার্ন মিউনিখের পোলিশ স্ট্রাইকার রবার্ট লেভানডফস্কি গত দুই বছর পুরস্কারটি জেতেন।

পেলেকে স্মরণ শেষে ফিফার বর্ষসেরা নারী গোলকিপারের পুরস্কার দেওয়ার মাধ্যমে ‘বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ডস’ শুরু হয়।

এবার পুরস্কারটি জিতেছেন গত বছর ইংল্যান্ডের হয়ে ইউরোজয়ী ম্যানচেস্টার ইউনাইটেডের গোলকিপার মেরি আর্পস।

এরপর দেওয়া হয় ফিফা বর্ষসেরা পুরুষ গোলকিপারের পুরস্কার। কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার চ্যাম্পিয়ন হওয়ার পথে গোল্ডেন গ্লাভসজয়ী এমিলিয়ানো মার্তিনেজ মরক্কোর ইয়াসিন বুনু ও বেলজিয়ামের থিবো কোর্তোয়াকে পেছনে ফেলে ‘বেস্ট গোলকিপার’ ট্রফি জিতলেন।

ফিফার বর্ষসেরা নারী কোচের পুরস্কার জিতেছেন ইংল্যান্ড নারী দলকে ইউরো জেতানো সারিনা ভিগমান। পুরুষদের বর্ষসেরা কোচ আর্জেন্টিনার লিওনেল স্কালোনি।

বিশ্বকাপজয়ী স্কালোনিবলেন, ‘দেশের হয়ে কিছু জেতার চেয়ে সুন্দর আর কিছু নেই। এই জয়টা আমার স্ত্রী-সন্তান, আমার শহর ও দেশের মানুষের জন্য। আজ আমি তাদের জন্যই এখানে।’

জর্জিয়ান রাইটব্যাক লুকা লোশোভিলি জিতেছেন ‘ফিফা ফেয়ার প্লে অ্যাওয়ার্ড’, গত বছর ফেব্রুয়ারিতে অস্ট্রিয়ার ঘরোয়া ফুটবল ম্যাচের মধ্যে চেতনা হারানো এক ফুটবলারের জীবন বাঁচান লোশোভিলি।

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর