সোমবার, ৬ মে, ২০২৪ | ২৩ বৈশাখ, ১৪৩১ | ২৬ শাওয়াল, ১৪৪৫

মূলপাতা বিএনপি

১১ মহানগরে বিএনপির পদযাত্রা আজ


রাজনীতি সংবাদ প্রতিবেদন প্রকাশের সময় :১৮ ফেব্রুয়ারি, ২০২৩ ১০:৩৭ : পূর্বাহ্ণ
Rajnitisangbad Facebook Page

গণতন্ত্র পুনরুদ্ধার, আওয়ামী লীগ সরকারের পদত্যাগ, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠাসহ ১০ দফা দাবিতে আজ শনিবার ঢাকা বাদে দেশের বাকি ১১টি মহানগরে পদযাত্রা কর্মসূচি পালন করবে বিএনপি।

যে ১১টি মহানগরে বিএনপি পদযাত্রা কর্মসূচি পালন করবে সেগুলো হলো-চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, ময়মনসিংহ, রংপুর, নারায়ণগঞ্জ, গাজীপুর, কুমিল্লা ও ফরিদপুর।

বিএনপির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ১১টি মহানগরে পদযাত্রা কর্মসূচিতে বিএনপির কেন্দ্রীয় কমিটির সিনিয়র নেতারা নেতৃত্ব দেবেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ময়মনসিংহে পদযাত্রায় নেতৃত্ব দেবেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, নারায়ণগঞ্জে দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, সিলেটে স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, চট্টগ্রামে স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, বরিশালে স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান, রাজশাহীতে স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, খুলনায় দলের ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, কুমিল্লায় আরেক ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান, গাজীপুরে ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, ফরিদপুরে ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু এবং রংপুরে দলের যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।

এর আগে গতকাল শুক্রবার ঢাকা মহানগরে পদযাত্রা কর্মসূচি পালন করে বিএনপি ও এর সমমনা রাজনৈতিক দলগুলো। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে পৃথকভাবে এ কর্মসূচি পালিত হয়।

বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে ১২ দলীয় জোট ও চারদলীয় জোট গণতান্ত্রিক বাম ঐক্যও আজ একইভাবে কর্মসূচি পালন করবে।

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর