বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪ | ৫ বৈশাখ, ১৪৩১ | ৮ শাওয়াল, ১৪৪৫

মূলপাতা বিএনপি

যুগপৎ আন্দোলনের চতুর্থ কর্মসূচি

১০ বিভাগে বিএনপি ও সমমনাদের সমাবেশ আজ


রাজনীতি সংবাদ প্রতিবেদন প্রকাশের সময় :৪ ফেব্রুয়ারি, ২০২৩ ৯:১৬ : পূর্বাহ্ণ
Rajnitisangbad Facebook Page

যুগপৎ আন্দোলনের কর্মসূচির অংশ হিসেবে আজ শনিবার দেশের ১০টি বিভাগীয় সদরে সমাবেশ করবে বিএনপি। এছাড়া যুগপৎ আন্দোলনে শরিকদলগুলোও নিজ নিজ দল বা জোটের ব্যানারে এই দাবিতে কর্মসূচি পালন করবে।

‘আওয়ামী সন্ত্রাস’, সরকারের দমন-পীড়ন-নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ, বিরোধী দলীয় নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তি, বিদ্যুৎ ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য কমানোসহ ১০ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে বিএনপি ও সমমনা দলগুলোর এটি চতুর্থ কর্মসূচি।

দুপুর ২টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে হবে ঢাকা বিভাগীয় সমাবেশ। এতে প্রধান অতিথি থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ কর্মসূচি ঘিরে ব্যাপক প্রস্তুতি নিয়েছে দলটি।

সারাদেশে সমাবেশ সফল ও আন্দোলনের যৌক্তিকতা তুলে ধরে গত এক সপ্তাহ বিএনপির নেতারা সাধারণ মানুষের কাছে লিফলেট বিতরণ, গণসংযোগ, পদযাত্রা, পথসভা ও প্রচার-প্রচারণা চালান। এমন তৎপরতায় সমাবেশগুলোতে গণজাগরণ হবে বলে আশাবাদী তারা।

ঢাকার সমাবেশ থেকে জনসম্পৃক্ত ইস্যুতে নতুন কর্মসূচির ঘোষণা দেওয়া হবে বলে জানা গেছে।

একই দিন সমমনা ৫৪টি রাজনৈতিক দল এবং জোটও সমাবেশ করবে।

শরিক দলগুলোর কর্মসূচি
গণতন্ত্র মঞ্চ-জেএসডি সভাপতি আ স ম রবসহ গণতন্ত্র মঞ্চ নেতৃবৃন্দ জাতীয় প্রেস ক্লাব সকাল ১১ টা ৩০ মিনিটে কর্মসূচি পালন করবে। ১২ দলীয় জোট- জাতীয় পার্টি চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দারসহ জোট নেতৃবৃন্দ বিজয় নগর পানির ট্যাংক পাম্প সংলগ্ন এলাকায় সকাল ১১ টায়। জাতীয়তাবাদী সমমনা জোট- এনপিপি চেয়ারম্যান ডক্টর ফরিদুজ্জামান ফরহাদসহ জোট নেতৃবৃন্দ পুরানা পল্টন আলরাজী কমপ্লেক্স প্রিতম ভবনের উল্টো দিকে সকাল ১১ টায়। গণফোরাম ও পিপলস পার্টি- গণফোরাম সভাপতি মোস্তফা মহসিন মন্টুসহ জাতীয় নেতৃবৃন্দ গণফোরাম দলীয় অফিস প্রধান সড়কের সামনে মতিঝিল নটরডেম কলেজের উল্টো দিকে বিকাল ৪ টায়। গণতান্ত্রিক বাম ঐক্য-সাম্যবাদী দল সাধারণ সম্পাদক হারন চৌধুরীসহ নেতৃবৃন্দ জাতীয় প্রেস ক্লাবের সামনে সকাল ১১ টায়। এলডিপি- এলডিপি মহাসচিব ডক্টর রেদোয়ান আহমদসহ নেতৃবৃন্দ কাওরান বাজার এফডিসি সংলগ্ন এলডিপি অফিসের সামনে বিকাল ৩ টায় কর্মসূচি পালন করবে।

এছাড়া বিএনপি কুমিল্লা বিভাগ-কুমিল্লা টাউন হল ময়দান দুপুর ২টায়। এতে প্রধান অতিথি বিএনপি স্হায়ী কমিটি সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন।

রাজশাহী বিভাগ-রাজশাহী সোনা মসজিদ মোড় দুপুর ২টায়। প্রধান অতিথি-বিএনপি স্হায়ী কমিটি সদস্য মির্জা আব্বাস।

খুলনা বিভাগ- খুলনা সিটি করপোরেশন সামনে সোসাইটি মোড় দুপুর ২টায়। প্রধান অতিথি- বিএনপি স্হায়ী কমিটি সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়।

বরিশাল বিভাগ- বরিশাল জেলা স্কুল মাঠ দুপুর ২টায়। প্রধান অতিথি- বিএনপি স্হায়ী কমিটি সদস্য ডক্টর আব্দুল মঈন খান।

চট্টগ্রাম বিভাগ-চট্টগ্রাম মহানগর বিএনপি অফিসের সামনে দুপুর ২টায়। প্রধান অতিথি-বিএনপি স্হায়ী কমিটি সদস্য নজরুল ইসলাম খান।

ময়মনসিংহ বিভাগ-ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট মাঠ দুপুর ২টায়। প্রধান অতিথি-বিএনপি স্হায়ী কমিটি সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।

সিলেট বিভাগ-সিলেট রেজিস্ট্রার মাঠ দুপুর ২ টায়।প্রধান অতিথি-বিএনপি স্হায়ী কমিটি সদস্য সেলিমা রহমান।

ফরিদপুর বিভাগ- ফরিদপুর কমলপুর হাইস্কুল মাঠ দুপুর ২ টায়।প্রধান অতিথি-বিএনপি ভাইস-চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু।

রংপুর বিভাগ-রংপুর মহানগর বিএনপি অফিস সামনে দুপুর ২ টায়, প্রধান অতিথি-বিএনপি ভাইস-চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান।

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর