শনিবার, ২০ এপ্রিল, ২০২৪ | ৭ বৈশাখ, ১৪৩১ | ১০ শাওয়াল, ১৪৪৫

মূলপাতা বিএনপি

৭২-৭৫ সালের কথা বললে আ.লীগের গায়ে জ্বালা উঠে কেন, প্রশ্ন ফখরুলের


রাজনীতি সংবাদ প্রতিবেদন প্রকাশের সময় :২৩ জানুয়ারি, ২০২৩ ৩:০১ : অপরাহ্ণ
মির্জা ফখরুল ইসলাম আলমগীর
Rajnitisangbad Facebook Page

বিএনপি মহসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রশ্ন রেখে বলেছেন, ‘৭২ থেকে ৭৫ এর কথা বললেই আওয়ামী লীগের গায়ে জ্বালা করে উঠে কেন? কী হয়েছিল তখন? তা বলে না কেন আওয়ামী লীগ?’

আজ সোমবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে তিনি এ প্রশ্ন রাখেন।

রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা ব্যাখ্যা ও বিশ্লেষণ করতে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ এ আলোচনা সভার আয়োজন করে।

মির্জা ফখরুল বলেন, ‘৫০ বছর পরও গণতন্ত্রের জন্য লড়াই করতে হচ্ছে। কারণ বাংলাদেশের আত্মাকেই আওয়ামী লীগ ধ্বংস করেছে।’

আরও পড়ুন: কোন গণতন্ত্র চালাবে আওয়ামী লীগ, প্রশ্ন ফখরুলের

বিএনপি মহাসচিব বলেন, ‘আজকে জাতীয় সংসদকে একদলীয় ক্লাবে পরিণত করেছে আওয়ামী লীগ। সংসদের মতো রাষ্ট্রের সব মৌলিক প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে।’

মির্জা ফখরুল বলেন, ‘বিএনপি হতাশ নয়, বিএনপি পদে পদে সফল হচ্ছে। এই সফলতার কারণ হচ্ছে লড়াইটা শুধু বিএনপির নয়, জনগণের। বিএনপি লড়াই অসম শক্তির বিরুদ্ধে। যাদের হাতে রাষ্ট্রীয় ক্ষমতা, অস্ত্র, গোলা বারুদ।’

বিএনপি মহাসচিব বলেন, ‘তোমার ভোট আমি দেবে, এটাই হচ্ছে আওয়ামী লীগের গণতন্ত্র। অধিকার আদায়ে জনগণ কখনো আপোষ করেনি, করবেও না বলে জানান বিএনপি মহাসচিব।’

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর