শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪ | ১৩ বৈশাখ, ১৪৩১ | ১৬ শাওয়াল, ১৪৪৫

মূলপাতা আঞ্চলিক রাজনীতি

বিএনপি নেতাকর্মীরা ভয়কে জয় করে ফেলেছে: আমীর খসরু


রাজনীতি সংবাদ প্রতিবেদন প্রকাশের সময় :১১ জানুয়ারি, ২০২৩ ৯:৪২ : অপরাহ্ণ
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। ফাইল ছবি
Rajnitisangbad Facebook Page

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘সরকার ভয়ে ভীত হয়ে পড়েছে। কিন্তু বিএনপি নেতাকর্মীরা ভয়কে জয় করে ফেলেছে।’

আজ বুধবার দুপুরে চট্টগ্রাম মহানগর বিএনপির কেন্দ্রঘোষিত গণঅবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

নগরীর সিআরবি সাত রাস্তার মোড়ে এ কর্মসূচি পালন করে বিএনপি।

সভায় আমীর খসরু বলেন, ‘সরকার আজ ভয়ে নিজেরা এতো বেশি ভীত হয়ে পড়েছে যে, তারা আমাদের ভয় দেখাতে চাচ্ছে। মানুষ যখন ভীত হয়ে আরেকজনকে ভয় দেখাতে চায়, তার অবস্থাটা আপনি বুঝতে পারছেন। এতো ভীত তারা আজকে। কিন্তু বিএনপি নেতাকর্মীরা সে ভয়কে আজ জয় করে ফেলেছে।’

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য প্রশ্ন রাখেন, ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে ঘরবন্দী। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ অনেক নেতৃবৃন্দকে জেলে দেওয়া হয়েছে। আন্দোলনে কি ভাটা পড়েছে?’

আরও পড়ুন: আওয়ামী লীগের জন্ম হয়েছে ভারতে: মীর নাছির

আমীর খসরু বলেন, ‘আমাদের ১০ দফা আন্দোলনের অংশ হিসেবে এই অবস্থান কর্মসুচির মাধ্যমে আরেকটি ধাপ আমরা এগিয়ে গিয়েছি। পলোগ্রাউন্ডের জনসভার পর আজকে এবং ২৪ তারিখের গণমিছিলে চট্টগ্রামবাসী আবারো প্রমান করেছে, দখলদার, অবৈধ, অনির্বাচিত, ফ্যাসিস্ট সরকারকে তারা আর চায় না। চট্টগ্রামবাসী আজকে পরিষ্কার বার্তা দিয়েছে, দখলদার ফ্যাসিস্ট সরকার বিদায় হও।’

আরও পড়ুন: ১৬ জানুয়ারি সারাদেশে সমাবেশের ডাক দিলো বিএনপি

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হুঁশিয়ার করে সাবেক এই মন্ত্রী বলেন, ‘শেখ হাসিনা আপনি দেয়ালের লিখন পড়তে শিখুন। আপনাকে বিদায় হতে হবে। আর যদি দেয়ালের লিখন পরতে না পারেন আপনাদের জন্য মোটেও মঙ্গল হবে না। বাংলাদেশের জনগণ জয়ী হবে। তার ফলশ্রুতিতে আপনাদের আগামী দিনের রাজনীতি কঠিন হয়ে পড়বে।’

আরও পড়ুন: কে কখন জেলে যাবে বলা যায় না, জামায়াত আমিরের হুঁশিয়ারি

সরকারকে উদ্দেশ করে আমীর খসরু বলেন, ‘জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়ে আপনারা টিকতে পারবে না । আর কিছু চাটুকারের দল নিয়ে জনতার বিরুদ্ধে অবস্থান নিয়ে যদি মনে করেন, আবারো আরেকটি অবৈধ ভোট চুরির কাজ কারবার করবেন, সে কাজ করতে দেবেনা বাংলাদেশের মানুষ।’

আরও পড়ুন: ৫৪টি বিরোধী রাজনৈতিক দল ঘোড়ার ডিম পারবে: কাদের

চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক ডা. শাহাদাত হোসেনের সভাপতিত্বে ও সদস্য সচিব আবুল হাশেম বক্করের পরিচালনায় গণঅবস্থান কর্মসূচিতে
বিশেষ অতিথির বক্তব্য রাখেন দলের ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাছির উদ্দিন, চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া, জয়নাল আবেদীন ফারুক, অধ্যাপক জয়নাল আবেদীন ভিপি, গোলাম আকবর খোন্দকার ও এস এম ফজলুল হক, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক আবু সুফিয়ান প্রমুখ।

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর