শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪ | ৬ বৈশাখ, ১৪৩১ | ৯ শাওয়াল, ১৪৪৫

মূলপাতা ইসলামী দল

কে কখন জেলে যাবে বলা যায় না, জামায়াত আমিরের হুঁশিয়ারি


রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :১১ জানুয়ারি, ২০২৩ ৬:৪৪ : অপরাহ্ণ
জামায়াতে ইসলামী ঢাকা মহনগরী উত্তর আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন দলটির ভারপ্রাপ্ত আমির অধ্যাপক মুজিবুর রহমান। ছবি: সংগৃহীত
Rajnitisangbad Facebook Page

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে গ্রেপ্তার করা নিয়ে দলটির ভারপ্রাপ্ত আমির অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, ‘গত ১০ ডিসেম্বের ১০ দফা ঘোষণার পর তাকে অন্যায়ভাবে আটক করা হয়।’

এ সময় সাবেক এই সংসদ সদস্য সরকারকে হুঁশিয়ার করে বলেন, ‘কে কখন জেলে যাবে তা বলা যায় না।’

আজ বুধবার জামায়াত ঢাকা মহনগরী উত্তর শাখা আয়োজিত আলোচনা সভায় তিনি এ হুঁশিয়ারি দেন।

১১ জানুয়ারি ‘গণতন্ত্র হত্যা দিবস’ উপলক্ষে এ সভার আয়োজন করা হয়।

মুজিবুর রহমান বলেন, ‘সাবেক সেনাপ্রধান মঈন উ আহমেদের মতো কিছু উচ্চাভিলাষী সেনা কর্মকর্তার যোগসাজশে চক্রান্ত করে আওয়ামী লীগ ২০০৯ সালে ক্ষমতায় এসেছিল। মঈন উ আহমেদ ২০০৭ সালের ১১ জানুয়ারি জরুরি অবস্থা জারি করেছিল। সেদিন থেকেই এই দিনটিকে গণতন্ত্র হত্যা দিবস হিসেবে পালন করে জামায়াতসহ অন্যান্য অনেক রাজনৈতিক দল।’

আরও পড়ুন: ১৬ জানুয়ারি সারাদেশে সমাবেশের ডাক দিলো বিএনপি

জামায়াত আমির বলেন, ‘স্বাধীনতার পর গণতন্ত্র ধ্বংস করে বাকশাল কায়েম করে দেশে নৈরাজ্য কায়েম করা হয়েছিল। এখনো তা করা হচ্ছে। ২০০৬ সালের ২৮ অক্টোবর তারা (আওয়ামী লীগ) লগি-বৈঠা দিয়ে পৈশাচিক হত্যাকাণ্ড চালিয়ে লাশের ওপর নৃত্য করেছিল। তারা মূলত সেদিন গণতন্ত্রকেই দাফন করেছিল।’

মুজিবুর রহমান বলেন, ‘যারা গণতন্ত্র মানতে চায় না তাদের বিরুদ্ধে জামায়াত যুগপৎ আন্দোলন করবে। গণতন্ত্রকে যারা হত্যা করেছে ,তাদের সাথে জনগণ নেই। বরং যারা গণতন্ত্রকে পুনরুদ্ধার করতে চায়, জনগণ এখন তাদের সাথে রয়েছে।’

জামায়াত আমির বলেন, ‘জামায়াতের সাবেক আমির অধ্যাপক গোলাম আযম তত্ত্বাবধায়ক সরকার ফর্মূলা আবিস্কার করেছেন। আওয়ামী লীগ সেই তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলন করেছে। আবার তা হাইজ্যাক করে সেই ফর্মূলাকে নিজেদের দাবি করছে। তাও যদি হয়, তাহলে তা এখন মেনে নিচ্ছেন না কেন?’

আরও পড়ুন: ৫৪টি বিরোধী রাজনৈতিক দল ঘোড়ার ডিম পারবে: কাদের

নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধির কারণে দেশের মানুষ কষ্টে আছে উল্লেখ করে মুজিবুর রহমান বলেন, ‘সরকারের লোকজন কোটি কোটি টাকা আত্মসাৎ করে বিদেশে পাচার করেছে। দেশের বিশ্ববিদ্যালয়, ট্রাস্ট, স্কুল, কলেজ ব্যাংকসহ বিভিন্ন প্রতিষ্ঠান দখল করে দখলবাজ সরকারে পরিণত হয়েছে আওয়ামী লীগ সরকার।’

জামায়াত আমির বলেন, ‘আল্লাহর আইন দিয়ে দেশ শাসন করলে শান্তি আসবে। কারণ আল্লাহর আইনে কোনো ভুল নেই। কিন্তু মানুষের তৈরি আইনে ভুল আছে। আমরা দেশের ১৮ কোটি মানুষকে সুখে রাখতে সৎ লোকের শাসন ও আল্লাহর আইন কায়েম করতে চাই।’

জামায়াতের ঢাকা মহানগরী উত্তরের আমির মুহাম্মদ সেলিম উদ্দিনের সভাপতিত্বে ও সেক্রেটারী ড. রেজাউল করিমের সঞ্চালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও মহানগরীর সহকারী সেক্রেটারী নাজিম উদ্দিন মোল্লা ও ডা. ফখরুদ্দিন মানিক।

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর