শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪ | ১৪ বৈশাখ, ১৪৩১ | ১৭ শাওয়াল, ১৪৪৫

মূলপাতা জাতীয়

আ.লীগ সরকারকে উৎখাতের মতো শক্তি এখনো তৈরি হয়নি: প্রধানমন্ত্রী


রাজনীতি সংবাদ প্রতিবেদন প্রকাশের সময় :১১ জানুয়ারি, ২০২৩ ১০:১৭ : অপরাহ্ণ
আজ সংসদ অধিবেশনে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: সংগৃহীত
Rajnitisangbad Facebook Page

আওয়ামী লীগ সরকারকে উৎখাতের মতো কোনো শক্তি এখনো বাংলাদেশে তৈরি হয়নি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, ‘অবৈধভাবে ক্ষমতা দখলকারী মিলিটারি ডিক্টেটরের পকেট থেকে আওয়ামী লীগের জন্ম হয়নি। আওয়ামী লীগের জন্ম হয়েছে এদেশের মাটি ও মানুষের কাছ থেকে। কাজেই আওয়ামী লীগের শিকড় অনেক দূর পর্যন্ত আছে। আইয়ুব খান, ইয়াহিয়া, জিয়া, এরশাদ, খালেদা জিয়াসহ অনেকেই চেষ্টা করছেন আওয়ামী লীগকে ধ্বংস করতে। কিন্তু পারেননি। পারবেও না।’

আজ বুধবার সংসদ অধিবেশনে জাতীয় পার্টির সংসদ সদস্য ফখরুল ইমামের এক সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

জাতীয় পার্টির এই সংসদ সদস্য ওয়ান-ইলেভেন পরিস্থিতি তুলে ধরে দেশের বর্তমান পরিস্থিতি সম্পর্কে প্রধানমন্ত্রীর বক্তব্য জানতে চান।

জবাবে প্রধানমন্ত্রী ওই বক্তব্য তুলে ধরে আরেকটি ওয়ান-ইলেভেন আসা নিয়ে চিন্তা না করার পরামর্শ দেন।

এ সময় শেখ হাসিনা বলেন, ‘ঘাবড়ানোর কিছু নেই, এটুকু বলতে পারি। ঘাবড়াবেন না, আমরা আছি না, কোনো চিন্তা নেই।’

আরও পড়ুন: বিএনপি নেতাকর্মীরা ভয়কে জয় করে ফেলেছে: আমীর খসরু

বিএনপির চরম দুঃশাসন, দুর্নীতি, জঙ্গিবাদ ও ভুয়া ভোটার লিস্ট করে নির্বাচনি বৈতরণী পার হওয়ার খায়েশের কারণে ওয়ান-ইলেভেন এসেছিল অভিযোগ করে প্রধানমন্ত্রী বলেন, ‘তাদের দুঃশাসন, দুর্নীতি, জঙ্গিবাদের কারণেই ওয়ান-ইলেভেন এসেছিল। আর ২০১৪ সালে আওয়ামী লীগের বিজয় অনিবার্য জেনে বিএনপি নির্বাচন বর্জন করেছিল।’

আরও পড়ুন: আওয়ামী লীগের জন্ম হয়েছে ভারতে: মীর নাছির

শেখ হাসিনা বলেন, ‘প্রতিটি নির্বাচন পর্যালোচনা করলে দেখা যায়, একমাত্র আওয়ামী লীগ সরকার আছে বলেই মানুষ ভোটটা শান্তিতে দিতে পারছে। এখানে সরকারের হস্তক্ষেপ করার দরকার নেই। জনগণ স্বতঃস্ফুর্তভাবে আওয়ামী লীগকে ভোট দেয়, কারণ তারা জানে আওয়ামী লীগ যে ওয়াদা দেয় তা রাখে। আমরা কথা দিয়ে কথা রাখি।’

আরও পড়ুন: কে কখন জেলে যাবে বলা যায় না, জামায়াত আমিরের হুঁশিয়ারি

মেগা প্রকল্পে দুর্নীতির অভিযোগ নিয়ে গণফোরামের সংসদ সদস্য মোকাব্বির খানের একটি সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘কোথায়, কত দুর্নীতি হয়েছে তা স্পষ্ট করতে হবে। মাননীয় স্পিকার আপনার মাধ্যমে সম্পূরক প্রশ্নকর্তাকে আমি চ্যালেঞ্জ দিচ্ছি-কোথায়, কত দুর্নীতি হয়েছে সেই কথাটা তাকে এখানে স্পষ্ট বলতে হবে। যার জবাব আমি দেবো।’

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর