সোমবার, ৬ মে, ২০২৪ | ২৩ বৈশাখ, ১৪৩১ | ২৬ শাওয়াল, ১৪৪৫

মূলপাতা আওয়ামী লীগ

আওয়ামী লীগের নতুন কমিটিতে কারা কোন পদ পেলেন


রাজনীতি সংবাদ প্রতিবেদন প্রকাশের সময় :২৪ ডিসেম্বর, ২০২২ ৮:১৫ : অপরাহ্ণ
Rajnitisangbad Facebook Page

আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলনে সভাপতি পদে শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক পদে ওবায়দুল কাদের ছাড়াও বিভিন্ন পদে মনোনীতদের নাম ঘোষণা করা হয়েছে।

৮১ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কমিটির অধিকাংশই নতুন কমিটিতে আছেন। সামান্য রদবদল আনা হয়েছে। এছাড়া নির্বাহী সদস্যসহ কিছু পদ ফাঁকা রাখা হয়েছে।

প্রেসিডিয়াম সদস্য (সভাপতিমণ্ডলীর সদস্য) পদে অন্তর্ভুক্ত করা হয়েছে ছাত্রলীগের সাবেক সভাপতি মোস্তফা জালাল মহিউদ্দিনকে। আর প্রেসিডিয়াম থেকে বাদ দিয়ে উপদেষ্টা পরিষদে যুক্ত করা হয়েছে নুরুল ইসলাম নাহিদকে।

প্রেসিডিয়াম সদস্য থেকে আরেকজন বাদ পড়েছেন। তিনি হলেন আবদুল মান্নান খান। ফলে এখন প্রেসিডিয়ামে দুটি পদ ফাঁকা রয়েছে।

দলের গঠনতন্ত্রে সভাপতি, সাধারণ সম্পাদকসহ সভাপতিমণ্ডলীতে পদ আছে ১৯টি।

চারটি যুগ্ম সাধারণ সম্পাদক পদে আগে যারা ছিলেন, তারাই আছেন। তবে জ্যেষ্ঠতার ক্রমে এসেছে বড় ধরনের পরিবর্তন।

গত প্রায় ১৩ বছর ধরে ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন মাহবুব উল আলম হানিফ। এবার তার স্থানে উঠে এসেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। এবার হানিফের নাম সবার শেষে, ৪ নম্বরে। আর ৪-এ থাকা আ ফ ম বাহাউদ্দিন নাছিম উঠে এসেছেন তিনে। ২ নম্বর ক্রমে আছেন শিক্ষামন্ত্রী ডা. দিপু মনির নাম।

আওয়ামী লীগের ওয়েবসাইটে এভাবেই ক্রম সাজিয়ে নাম তোলা হয়।

সাংগঠনিক সম্পাদক থেকে বাদ পড়েছেন সাখাওয়াত হোসেন শফিক, নতুন সাংগঠনিক সম্পাদক হয়েছেন সুজিত রায় নন্দী।

উপ-প্রচার থেকে পদোন্নতি পেয়ে ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক হয়েছেন আমিনুল ইসলাম আমিন।

আজ শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে দলটির ২২তম জাতীয় সম্মেলনের দ্বিতীয় পর্বে তাদের নাম ঘোষণা করেন নতুন নেতৃত্ব নির্বাচনের নির্বাচন কমিশনার ইউসুফ হোসেন হুমায়ূন।

নতুন কমিটির নেতৃবৃন্দ-

সভাপতিমণ্ডলীর সদস্য: বেগম মতিয়া চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম, কাজী জাফর উল্লাহ, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, পীযুষ কান্তি ভট্টাচার্য্য, ড. মো. আব্দুর রাজ্জাক, লে. কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান , মোস্তফা জালাল মহিউদ্দিন, শাজাহান খান, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, এ এইচ এম খায়রুজ্জামান লিটন, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম, অ্যাডভোকেট কামরুল ইসলাম, সিমিন হোসেন রিমি।

যুগ্ম-সাধারণ সম্পাদক: মাহবুবউল আলম হানিফ, ডা. দীপু মনি , ড. হাছান মাহমুদ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম

কোষাধ্যক্ষ: এইচ এন আশিকুর রহমান

অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক: ওয়াসিকা আয়শা খান

আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক: ড. শাম্মী আহমেদ

আইন বিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট নজিবুল্লাহ হিরু

কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক: ফরিদুন্নাহার লাইলী

তথ্য ও গবেষণা সম্পাদক: ড. সেলিম মাহমুদ

ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক: আমিনুল ইসলাম

দপ্তর সম্পাদক: ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া

ধর্ম বিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা

প্রচার ও প্রকাশনা সম্পাদক: ড. আবদুস সোবহান গোলাপ

বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক: দেলোয়ার হোসেন

বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক: ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর

মহিলা বিষয়ক সম্পাদক: জাহানারা বেগম

মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস

শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক: শামসুন নাহার চাঁপা

শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক: মো. সিদ্দিকুর রহমান

সংস্কৃতি বিষয়ক সম্পাদক: অসীম কুমার উকিল এমপি

স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক: ডা. রোকেয়া সুলতানা

সাংগঠনিক সম্পাদক: আহমদ হোসেন, বি এম মোজাম্মেল হক, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, এস এম কামাল হোসেন, মির্জা আজম, অ্যাডভোকেট আফজাল হোসেন, শফিউল আলম চৌধুরী নাদেল, সুজিত রায় নন্দী।

উপ-দপ্তর সম্পাদক: সায়েম খান

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর