রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪ | ৯ অগ্রহায়ণ, ১৪৩১ | ২১ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা খেলা

ভক্তদের যে সুখবর দিলেন মেসি


লিওনেল মেসি

রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :১৯ ডিসেম্বর, ২০২২ ১০:৪৩ : পূর্বাহ্ণ

বিশ্বকাপের শুরু থেকেই খুব জোরেশোরেই শোনা যাচ্ছিলো ফুটবলের জাদুকরকে এর পর আর দেখা যাবে না দেশের হয়ে খেলতে। লিওনেল মেসি অবসর নিতে যাচ্ছেন। তিনি কোনো কোনো গণমাধ্যমে তার কিছুটা ইঙ্গিতও দিয়েছিলেন।

কিন্তু না, বিশ্বকাপের ফাইনাল শেষে সব খবর উড়িয়ে দিয়ে আবারও আশা জাগালেন ভক্তদের।

তিনি জানালেন, আরও কয়েকবছর আর্জেন্টিনার জার্সি গায়ে খেলবেন।

আরও পড়ুন: ৩৬ বছর পর বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা, মেসির হাতেই স্বপ্নের শিরোপা

মেসির বয়স ৩৫ হলেও দুর্দান্ত ফর্মে আছেন তিনি। এই বিশ্বকাপে করেছেন ৭ গোল, সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও ৩ গোল। জিতেছেন গোল্ডেন বল।

অবসরের ব্যাপারে বিশ্বকাপের ফাইনাল শেষে টিওয়াইসি স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে মেসি বলেন, ‘আমি চেয়েছিলাম বিশ্বকাপ শেষেই অবসর নিতে। বিশ্বকাপ থেকে যা পেয়েছি, এর চেয়ে বেশি কিছু চাইতেও পারি না। ক্যারিয়ারের শেষ পর্যায়ে এসে আমার যে অর্জন তা যথেষ্ট।’

ফুটবলের এ বরপুত্র বলেন, ‘আমি ফুটবলকে ভালোবাসি। আমি জাতীয় দলের হয়ে খেলা উপভোগ করি। আমার ইচ্ছা, আমি চ্যাম্পিয়ন আর্জেন্টিনার হয়ে খেলা চালিয়ে যাবো।’

আরও পড়ুন: গোল্ডেন বল জিতলেন মেসি

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর