মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪ | ১৭ বৈশাখ, ১৪৩১ | ২০ শাওয়াল, ১৪৪৫

মূলপাতা অন্যান্য দল

৩০ ডিসেম্বর সারাদেশে গণমিছিলের ঘোষণা গণতন্ত্র মঞ্চের


রাজনীতি সংবাদ প্রতিবেদন প্রকাশের সময় :১৭ ডিসেম্বর, ২০২২ ১২:৩৬ : অপরাহ্ণ
আজ রাজধানীতে জাতীয় প্রেস ক্লাবে যুগপৎ আন্দোলনের প্রথম কর্মসূচি ঘোষণা করেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। ছবি: সংগৃহীত
Rajnitisangbad Facebook Page

সরকার ও শাসন ব্যবস্থা পরিবর্তনের লক্ষ্যে আগামী ৩০ ডিসেম্বর সারাদেশে গণমিছিল কর্মসূচি ঘোষণা করেছে গণতন্ত্র মঞ্চ।

আজ শনিবার সকালে জাতীয় প্রেস ক্লাবে এই কর্মসূচি ঘোষণা করেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না।

২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনকে কালো দিন উল্লেখ করে ওইদিনের প্রতি ঘৃণা জানিয়ে এ কর্মসূচি ঘোষণা করেন তিনি।

এর আগে সরকার ‘হটাতে’ বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলন ও রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তনে ১৪ দফা কর্মসূচি ঘোষণা করে সাত দলের জোট গণতন্ত্র মঞ্চ।

আরও পড়ুন: যুগপৎ আন্দোলনে মাঠে নামছে গণতন্ত্র মঞ্চ, ১৪ দফা ঘোষণা

গত ১২ ডিসেম্বর রাজধানীর তোপখানা রোডে বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদের অডিটোরিয়ামে এক সংবাদ সম্মেলন থেকে গণতন্ত্র মঞ্চের নেতা নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না এ কর্মসূচি ঘোষণা করেন।

ঘোষিত ১৪ দফার আলোকেই এ জোট বিএনপির সাথে ‘যুগপৎ আন্দোলন’ কর্মসূচি নিয়ে মাঠে থাকবে বলে জানান মান্না।

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর