শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪ | ৬ বৈশাখ, ১৪৩১ | ৯ শাওয়াল, ১৪৪৫

মূলপাতা বিএনপি

পুলিশ বাজারের ব্যাগে করে কার্যালয়ে বোমা নিয়ে গেছে: মির্জা ফখরুল


রাজনীতি সংবাদ প্রতিবেদন প্রকাশের সময় :৭ ডিসেম্বর, ২০২২ ১০:০৮ : অপরাহ্ণ
নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: সংগৃহীত
Rajnitisangbad Facebook Page

নয়াপল্টনে বিএনপির দলীয় কার্যালয় থেকে বোমা ও ককটেল উদ্ধার করেছে বলে দাবি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। তবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দাবি, ‘পুলিশ বাজারের ব্যাগে করে কার্যালয়ে বোমা নিয়ে এসেছেন।’

আজ বুধবার নয়াপল্টনে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে তিনি এ দাবি করেন। বিকেল থেকে কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছিলেন তিনি। রাত ৮টার দিকে মির্জা ফখরুল কার্যালয় ছেড়ে চলে যান।

মির্জা ফখরুল সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, ‘পুলিশ বাজারের ব্যাগে বোমা নিয়ে পার্টি অফিসে প্রবেশ করে। অফিসে সমস্ত কম্পিউটার, যতরকম ডকুমেন্ট সব তারা নিয়ে গেছে। সমস্ত সিসি ক্যামেরাগুলো তারা ভেঙে দিয়েছে। বিদ্যুতের লাইট ভেঙে দিয়েছে যাতে করে কোনো এভিডেন্স না থাকে।’

বিএনপি মহাসচিব বলেন, ‘আমরা শান্তিপূর্ণ সমাবেশ করতে চেয়েছি। তারা ভয়াবহ ঘটনা ঘটিয়েছে। সমাবেশকে বানচাল করতেই এ ঘটনা ঘটানো হয়েছে। ঘটনার দায় সরকারকে নিতে হবে।’

মির্জা ফখরুল বলেন, ‘পরিস্থিতি শান্ত করতে ডিএমপি কমিশনার আমাকে নয়াপল্টনে আসতে বলেছেন। অথচ আসার পরে আমাকে অফিসে ঢুকতে দেওয়া হচ্ছে না।’

বিএনপি মহাসচিব বলেন, ‘একটি শান্তিপূর্ণ সমাবেশকে বানচাল করার জন্যে পরিকল্পিতভাবে এই ঘটনাগুলো ঘটানো হয়েছে। কোনো সভ্য দেশে এই ধরনের ঘটনা ঘটতে পারে না। একটা গণতান্ত্রিক রাজনৈতিক দলের কেন্দ্রীয় কার্যালয়ে এইভাবে হামলা করা, ভাংচুর করা, ভিতরে প্রবেশ করে নেতাকর্মীদের গ্রেপ্তার করার ঘটনা আওয়ামী লীগের আমলেই সম্ভব।’

মির্জা ফখরুল আবেগপ্রবণ হয়ে বলেন, ‘এই ভয়াবহ নির্যাতন, অসহায় গণতান্ত্রকামী মানুষগুলোকে টেনে-হিঁচড়ে নিয়ে যাওয়া হয়েছে। এটার জন্য একাত্তরে মুক্তিযুদ্ধ করেছিলাম?’

এ সময় পুলিশ কর্মকর্তাদের অনুরোধ করে তিনি বলেন, ‘আপনারা এই অসহায় মানুষগুলোকে এভাবে ধইরেন না। এটা ঠিক নয়। দিস ইজ টু মাচ। আমার উপস্থিতিতে আপনারা একরম ঠিক করছেন না।’

বিএনপি মহাসচিব বলেন, ‘১০ ডিসেম্বরের সমাবেশকে কেন্দ্র করে সরকারের মন্ত্রীরা আগে থেকেই উসকানিমূলক বক্তব্য রাখতে শুরু করে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পরিস্কার করে বলেন, খেলা হবে। আরেকজন মন্ত্রী বলেন যে, হেফাজতের মতো সাফ করে দেওয়া হবে। তারই ধারাবাহিকতায় ২০১৩/১৪/১৫ সালের মতো নীলনকশা করছে জনগণের ন্যায়সঙ্গত শান্তিপূর্ণ আন্দোলনকে আবারো রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে দমন করে দিতে চায়।’

আরও পড়ুন:

নয়াপল্টনে পুলিশ-বিএনপি সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপ, নিহত ১

রুহুল কবির রিজভীসহ বিএনপির ৭ নেতা আটক

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর