শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪ | ১৫ চৈত্র, ১৪৩০ | ১৮ রমজান, ১৪৪৫

মূলপাতা জাতীয় পার্টি

৫ ডিসেম্বর পর্যন্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করতে পারবেন না জি এম কাদের


রাজনীতি সংবাদ প্রতিবেদন প্রকাশের সময় :৩০ নভেম্বর, ২০২২ ৫:৪৭ : অপরাহ্ণ
জি এম কাদের
Rajnitisangbad Facebook Page

আগামী ৫ ডিসেম্বর পর্যন্ত জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যানের দায়িত্ব পালন করতে পারবেন না জি এম কাদের।

এর আগে গতকাল হাইকোর্টের এক আদেশ অনুযায়ী আগামী বছরের ৩ জানুয়ারি পর্যন্ত তিনি দায়িত্ব পালনের সুযোগ পান।

কিন্তু আজ বুধবার সুপ্রিম কোর্টের চেম্বার বিচারপতি ওই আদেশের ওপর ৫ ডিসেম্বর পর্যন্ত স্থগিতাদেশ দিয়েছেন।

হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে সাবেক জাপা নেতা জিয়াউল হক মৃধার করা আবেদনের পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম আজ এ আদেশ দেন।

আগামী ৫ ডিসেম্বর আবেদনটির পরবর্তী শুনানির জন্য আদালত তা আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠিয়েছেন।

আবেদনকারীর আইনজীবী সাঈদ আহমেদ রেজা গণমাধ্যমকে বলেন, চেম্বার বিচারপতির আদেশ অনুযায়ী জি এম কাদের পার্টির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন না। নিম্ন আদালত সব প্রাসঙ্গিক নথিপত্র পরীক্ষা করে দেখেছেন যে জি এম কাদের দলের গঠনতন্ত্রের পরিপন্থী কাজ করেছেন। এজন্য নিম্ন আদালত তার দায়িত্ব পালনের ওপর নিষেধাজ্ঞা দিয়েছিলেন। কিন্তু হাইকোর্ট কোনো যুক্তি না শুনে নিম্ন আদালতের আদেশ স্থগিত করেছিল।

গত ৪ অক্টোবর জাতীয় পার্টির বহিষ্কৃত নেতা এবং দলটির সাবেক এমপি জিয়াউল হক মৃধা চেয়ারম্যান হিসেবে জি এম কাদেরের দায়িত্ব পালনে নিষেধাজ্ঞা চেয়ে মামলা করেন।

পরে ৩১ অক্টোবর ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ আদালত জি এম কাদেরের দলীয় যাবতীয় কার্যক্রমের ওপর অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ দেন।

পরে শেখ সিরাজুল ইসলাম, কলিম উল্যাহ মজুমদারসহ বেশ কয়েকজন আইনজীবী জি এম কাদেরের পক্ষে আবেদন করেন। আবেদনে জি এম কাদেরের ওপর গঠনতন্ত্র অনুযায়ী দলের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনে নিষেধাজ্ঞার আদেশ প্রত্যাহার চাওয়া হয়।

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর