সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪ | ১৬ বৈশাখ, ১৪৩১ | ১৯ শাওয়াল, ১৪৪৫

মূলপাতা আঞ্চলিক রাজনীতি

খেলতে গিয়ে বিএনপি বেশি ফাউল করছে: কাদের


প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া প্রকাশের সময় :১২ নভেম্বর, ২০২২ ৮:৩৯ : অপরাহ্ণ
ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে বক্তব্য রাখেন ওবায়দুল কাদের। ছবি: সংগৃহীত
Rajnitisangbad Facebook Page

খেলতে গিয়ে বিএনপি বেশি ফাউল করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি বলেন, ‘খেলতে গিয়ে বেশি বেশি ফাউল করলে রেফারি লাল কার্ড দেখায়। তাই দেশবাসী ১০ তারিখের পর বিএনপিকে লাল কার্ড দেখাবে।’

আজ শনিবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার নিয়াজ মুহম্মদ স্টেডিয়ামে জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

বিএনপির ফরিদপুরের গণসমাবেশের প্রসঙ্গ টেনে ওবায়দুল কাদের বলেন, ‘ফরিদপুরের বিএনপির বিভাগীয় সমাবেশ থেকে ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সম্মেলন লোকে লোকারণ্য। আজ ফরিদপুরে টাকা উড়ছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ফরিদপুরে টাকা ছড়াচ্ছেন। কাউকে মন্ত্রী, কাউকে এমপি বানানোর কথা বলে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছেন।’

আরও পড়ুন: তত্ত্বাবধায়ক সরকার এ দেশের মানুষের মনের দাবি, ফরিদপুরে সমাবেশে ফখরুল

এ সময় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী অভিযোগ করে বলেন, ‘বিএনপি এখনই মনোনয়ন বাণিজ্য শুরু করে দিয়েছে। মনোনয়নের কথা বলে বস্তায় বস্তায় টাকা নিচ্ছে। তারেক জিয়া বস্তায় বস্তায় টাকা সুইস ব্যাংকে পাঠিয়েছেন। তাদের বিরুদ্ধে লাল কার্ড দেখাবে জনগণ।’

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে ১৫ আগস্টের মাস্টারমাইন্ড ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানকে ২১ আগস্টের মাস্টারমাইন্ড উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘জিয়াউর রহমান যদি বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত না থাকতেন, তাহলে এই হত্যাকাণ্ড হতো না। জিয়াউর রহমান বঙ্গবন্ধুর খুনিদের পুরস্কৃত করেছেন বিদেশে চাকরি দিয়ে। বঙ্গবন্ধুর হত্যার বিচার বন্ধ করতে পঞ্চম সংশোধনী করেছেন। খন্দকার মোশতাক আহমদ তার সেনাপতি ছিলেন।’

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন, ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক সুজিত রায় নন্দী, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুস সবুর, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মেরিনা জাহান, এ্যারোমা দত্ত প্রমুখ।

জেলা আওয়ামী লীগের সভাপতি র. আ. ম উবায়দুল মোকতাদির চৌধুরীর সভাপতিত্বে সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আল মামুন সরকার।

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর