শুক্রবার, ৩ মে, ২০২৪ | ২০ বৈশাখ, ১৪৩১ | ২৩ শাওয়াল, ১৪৪৫

মূলপাতা আঞ্চলিক রাজনীতি

তত্ত্বাবধায়ক সরকার এ দেশের মানুষের মনের দাবি, ফরিদপুরে সমাবেশে ফখরুল


প্রতিনিধি, ফরিদপুর প্রকাশের সময় :১২ নভেম্বর, ২০২২ ৬:৪২ : অপরাহ্ণ
ফরিদপুরে বিএনপির গণসমাবেশে বক্তব্য রাখেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: বিএনপির ফেসবুক থেকে নেওয়া
Rajnitisangbad Facebook Page

তত্ত্বাবধায়ক সরকার এ দেশের মানুষের মনের দাবি বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এ সময় তিনি হুঁশিয়ার করে বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকার ছাড়া দেশে আর নির্বাচন হবে না।’

আজ শনিবার বিকেলে ফরিদপুরের কোমরপুর আবদুল আজিজ ইনস্টিটিউশন মাঠে বিএনপির বিভাগীয় গণসমাবেশে তিনি এ কথা বলেন।

সরকারকে উদ্দেশ করে মির্জা ফখরুল বলেন, ‘বিগত দুই জাতীয় নির্বাচনে আপনারা মানুষকে মিথ্যা কথা বলে ভুল বুঝিয়ে নির্বাচন নির্বাচন খেলা করে ক্ষমতায় চলে গেছেন। এবার আমরা ঘুরে দাঁড়িয়েছি। মানুষ ঘুরে দাঁড়িয়েছে। এবার দেশে আর কোনো নির্বাচন হবে না, যতক্ষণ নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার না দেওয়া হবে।’

বিএনপি মহাসচিব বলেন, ‘আপনারা সংবিধানের কথা বলেন, বলেন সংবিধানে যেমনটি আছে তেমনটি হবে। কী আছে সংবিধানে? তত্ত্বাবধায়ক সরকার তো সংবিধানে ছিল। ১৯৯০ সালের পরে ৪-৫টি নির্বাচন হয়েছে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। তখন সবাই ভোট দিতে পেরেছিল। সংবিধানকে আওয়ামী লীগ ধ্বংস করেছে। একবার করেছিল ১৯৭৫ সালে। সবগুলো রাজনৈতিক দল নিষিদ্ধ করে দিয়ে, সবগুলো পত্রিকা বন্ধ করে দিয়ে বাকশাল চালু করেছিল।’

মির্জা ফখরুল বলেন, ‘জনগণের সঙ্গে আওয়ামী লীগ সরকারের কোনো সম্পর্ক নেই। তারা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। আজকে দেশের আলেম-ওলামাদেরকে পর্যন্ত তারা হয়রানি করছে। মিথ্যা মামলায় আসামি করে তাদেরকে জেলে পাঠাচ্ছে। তাদেরকে জামিনও দিচ্ছে না।’

বিএনপি মহাসচিব বলেন, ‘গত ১২ বছরে এই সরকারের আমলে ১০ লাখ কোটি টাকা পাচার হয়ে গেছে। দেশের সম্পদ লুট করে তারা বিদেশে পাচার করেছে। সরকার কোথায় চুরি করেনি? মেগা প্রজেক্ট থেকে শুরু করে বেকার ভাতা, বয়স্ক ভাতা, বিধবা ভাতা পর্যন্ত চুরি করেছে। এখন বলছে রিজার্ভের টাকা চিবিয়ে খায়নি। আমরা বলি আপনারা রিজার্ভের টাকা চিবিয়ে নয়, গিলে খেয়েছেন।’

মির্জা ফখরুল প্রশ্ন রাখেন, ‘যারা খুন, হত্যা, গুম করে তারা কিভাবে গণতন্ত্রকে প্রাতিষ্ঠিক রুপ দেবেন বরং তাদের কাছে গণতন্ত্র নিরাপদ নয়। যারা বিরোধী দলকে সমাবেশ করতে দেয় না, বিরোধী দলেন ওপর অত্যাচার চায়, তারা কীভাবে গণতন্ত্রকে প্রাতিষ্ঠিক রূপ দেবে?’

বিএনপি মহাসচিব বলেন, ‘একটা কথা স্পষ্ট করে বলতে চাই, এ মুহূর্তে শেখ হাসিনার আওয়ামী লীগ সরকারের পদত্যাগ করতে হবে, সংসদ ভেঙে দিতে হবে, নিরপেক্ষ সরকার গঠন করে নির্বাচন দিতে হবে, নতুন নির্বাচন কমিশন গঠন করতে হবে।’

মির্জা ফখরুল বলেন, ‘মুক্তিযুদ্ধ করে আমরা দেশ স্বাধীন করেছি। কিন্তু আওয়ামী লীগ সেই স্বাধীনতাকে ধ্বংস করেছে। আজকে নতুন করে সেই স্বাধীনতা ফিরিয়ে আনতে হবে। আমরা নতুন বাংলাদেশ গড়তে চাই।’

বিএনপি মহাসচিব বলেন, ‘দেশের মানুষ জেগে উঠেছে। জোর করে আর ক্ষমতায় থাকা যাবে না। তরুণরা জেগে উঠেছে। তাদের ইস্পাত কঠিন ঐক্য বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে আনবে।’

আরও পড়ুন: গণপরিবহন ছাড়াও সমাবেশ করা যায়, প্রমাণ করেছে বিএনপি: খসরু

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর