মঙ্গলবার, ৭ মে, ২০২৪ | ২৪ বৈশাখ, ১৪৩১ | ২৭ শাওয়াল, ১৪৪৫

মূলপাতা আঞ্চলিক রাজনীতি

বিএনপি দুবাই থেকে টাকা এনে জনসমাগম করছে: কাদের


প্রতিনিধি, কুমিল্লা প্রকাশের সময় :৫ নভেম্বর, ২০২২ ৪:০১ : অপরাহ্ণ
কুমিল্লায় মহানগর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ছবি: সংগৃহীত
Rajnitisangbad Facebook Page

বিএনপি দুবাই থেকে টাকা এনে লোক ভাড়া করে জনসমাগম করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আজ শনিবার কুমিল্লায় মহানগর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

ওবায়দুল কাদের বলেন, ‘স্বীকার করছি, জনসমাবেশের সামনে কিছু লোক হয়। বাকি লোক টাকা দিয়ে ভাড়া করে আনা হচ্ছে। ফখরুল সাহেব আমার প্রতি গোস্বা করেছেন। কারণ আমি বলেছি, দুবাই থেকে রাশি রাশি অর্থ আসছে। সে অর্থ এখন আকাশে উড়ে, বাতাসে উড়ে, রংপুরে উড়ে, ঢাকার বাতাসে উড়ে, এখন সে টাকা উড়ে বরিশালে গেছে।’

বিএনপির সমাবেশের আয়োজনকে ব্যঙ্গ করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘বরিশালে চারদিন ধরে সমাবেশ করছেন। রংপুরে দেখিছি বিছানা বালিশ নিয়ে শুয়ে পড়েছেন। কত রঙ্গ দেখাইলা রে জাদু; রঙ-বেরঙের নাটক।’

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উদ্দেশ করে ওবায়দুল কাদের বলেন, ‘কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সম্মেলনে কত লোক হয়েছে, আসেন এবং দেখে যান। এটা বিভাগীয় কোনো সমাবেশ না, শুধু মহানগর ইউনিট। আপনাদের মতো ভাড়া করা লোক নেই এখানে।’

ভোটে দুর্নীতির বিরুদ্ধে খেলা হবে মন্তব্য করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘খেলা হবে, খেলা হবে, আন্দোলনে, নির্বাচনে, ভোট চুরির বিরুদ্ধে, ভোট জালিয়াতির বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে। যারা ১৭ কোটি মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলে, ভুয়া ভোটারদের বানানোর বিরুদ্ধে খেলা হবে।’

সম্মেলনে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম। কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথির রাখেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) আবু সাঈদ আল মাহমুদ স্বপনসহ কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতারা।

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর