শনিবার, ২০ এপ্রিল, ২০২৪ | ৭ বৈশাখ, ১৪৩১ | ১০ শাওয়াল, ১৪৪৫

মূলপাতা জাতীয়

আফ্রিকায় গাড়িতে আইইডি বিস্ফোরণে ৩ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত


রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :৪ অক্টোবর, ২০২২ ৯:০১ : অপরাহ্ণ
নিহত শান্তিরক্ষী সৈনিক শরিফ হোসেন, জসিম উদ্দিন ও জাহাংগীর আলম। ফাইল ছবি
Rajnitisangbad Facebook Page

মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের অপারেশন কার্যক্রম পরিচালনাকালে বাংলাদেশি শান্তিরক্ষীদের একটি গাড়ি ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বিস্ফোরণে তিন বাংলাদেশি শান্তিরক্ষী নিহত হয়েছেন। এ ছাড়া এ ঘটনায় টহল কমান্ডার মেজর আশরাফুল হক আহত হন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সোমবার মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রের স্থানীয় সময় রাত ৮টা ৩৫ মিনিটে (বাংলাদেশ সময় রাত ১টা ৩৫ মিনিট) এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-সিরাজগঞ্জের বেলকুচির সৈনিক শরিফ হোসেন (২৬), ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের সৈনিক জসিম উদ্দিন (৩১) এবং নিলফামারীর ডিমলার সৈনিক জাহাংগীর আলম (২৬)।

আইএসপিআর জানায়, আহত আশরাফুল হককে উন্নত চিকিৎসার জন্য বুয়ারে স্থানান্তর করা হয়েছে। তার অবস্থা বর্তমানে স্থিতিশীল। সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে নিয়োজিত অন্যান্য শান্তিরক্ষীগণ নিরাপদে আছেন। শাহাদাৎবরণকারী সেনাসদস্যদের মৃতদেহ দ্রুততম সময়ের মধ্যে দেশে আনার কার্যক্রম চলমান রয়েছে।

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর