রবিবার, ৫ মে, ২০২৪ | ২২ বৈশাখ, ১৪৩১ | ২৫ শাওয়াল, ১৪৪৫

মূলপাতা স্বাস্থ্য

২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ও শনাক্ত বাড়লো


নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় :২৯ সেপ্টেম্বর, ২০২২ ৪:২৬ : অপরাহ্ণ
Rajnitisangbad Facebook Page

দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় (গতকাল বুধবার সকাল ৮টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত) মৃত্যু ও শনাক্ত রোগীর সংখ্যা বেড়েছে। এ সময় নতুন রোগী শনাক্ত হয়েছে ৬৭৯ জন আর মৃত্যু হয়েছে দুজনের।

মারা যাওয়া দুজন হলেন ময়মনসিংহ বিভাগের বাসিন্দা। আর শনাক্ত হওয়া ৬৭৯ জনের মধ্যে ৫২১ জনই রাজধানীর বাসিন্দা।

আজ বৃহস্পতিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গতকাল বুধবার করোনায় কারো মৃত্যু হয়নি। এ সময় করোনা শনাক্ত হয় ৬৬৫ জনের।

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ৫ হাজার ১৭ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৩ দশমিক ৫৩ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৩৫৪ জন। এ নিয়ে দেশে মোট ১৯ লাখ ৬৪ হাজার ৫০১ জন করোনা থেকে সুস্থ হয়েছেন।

দেশে এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ২৪ হাজার ৪৮৯ জনে। আর মোট মৃত্যুর সংখ্যা ২৯ হাজার ৩৬২ জনে অপরিবর্তিত রয়েছে।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর