শনিবার, ২৫ মে, ২০২৪ | ১১ জ্যৈষ্ঠ, ১৪৩১ | ১৬ জিলকদ, ১৪৪৫

মূলপাতা বিএনপি

স্বেচ্ছাসেবক দলের নতুন কমিটি: সভাপতি জিলানী, সম্পাদক রাজীব


নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় :৪ সেপ্টেম্বর, ২০২২ ১:১১ : অপরাহ্ণ
স্বেচ্ছাসেবক দলের নতুন কমিটির সভাপতি এস এম জিলানী ও সাধারণ সম্পাদক রাজীব আহসান।
Rajnitisangbad Facebook Page

জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় পাঁচ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে সংগঠনের ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর শাখার আংশিক কমিটিও অনুমোদন দেওয়া হয়েছে।

আজ রোববার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি করা হয়েছে এস এম জিলানীকে, যিনি সবশেষ কমিটিতে ১ নম্বর সদস্য ছিলেন। আর ছাত্রদলের সাবেক সভাপতি রাজীব আহসানকে করা হয়েছে সাধারণ সম্পাদক।

সিনিয়র সহসভাপতি করা হয়েছে আগের কমিটির সাংগঠনিক সম্পাদক ইয়াছিন আলীকে। সিনিয়র যুগ্ম সম্পাদক করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজকে, যিনি আগের কমিটিতেও একই পদে ছিলেন।

কমিটির সাংগঠনিক সম্পাদক করা হয়েছে নাজমুল হাসানকে।

সংগঠনটির ঢাকা মহানগর দক্ষিণ শাখার সভাপতি করা হয়েছে শফিউদ্দিন সেন্টুকে। সাধারণ সম্পাদক জাকির হোসেন ও সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক।

আর স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তর শাখার সভাপতি করা হয়েছে আনোয়ার হোসেনকে। কমিটির সাধারণ সম্পাদক আজিজুর রহমান মোসাব্বির ও সাংগঠনিক সম্পাদক ফরিদ হোসেন।

এর আগে গত ২০ এপ্রিল জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৩৫২ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি অনুমোদন দেওয়া হয়।

ওই কমিটিতে সভাপতি করা হয়েছিল মোস্তাফিজুর রহমানকে। সাধারণ সম্পাদক করা হয়েছিল আবদুল কাদির ভূঁইয়া জুয়েলকে।

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর