রবিবার, ১৬ জুন, ২০২৪ | ২ আষাঢ়, ১৪৩১ | ৯ জিলহজ, ১৪৪৫

মূলপাতা আওয়ামী লীগ

‘লু এলেন, ভাবলাম সম্পর্ক ভালো করতে চায় কিন্তু নিশিরাতে স্যাংশন দিলো’


রাজনীতি সংবাদ প্রতিবেদন প্রকাশের সময় :২২ মে, ২০২৪ ৬:৩৪ : অপরাহ্ণ
ওবায়দুল কাদের। ফাইল ছবি
Rajnitisangbad Facebook Page

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘ঢাকায় ডোনাল্ড লু সাহেব আসলো, ভাবলাম তারা আসলে সম্পর্ক ভালো করতে চায়, কিন্তু নিশিরাতে তারা স্যাংশন দিলো। তাদের স্যাংশন আমরা তোয়াক্কা করি না। যারা দিনের পর দিন গাজায় গণহত্যায় সমর্থন দিয়ে যায়, যাদের দেশেই মানবাধিকার পদদলিত হয়, তাদের নিষেধাজ্ঞায় সরকারের মাথাব্যথা নেই।’

আজ বুধবার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক উপ-কমিটির এক সভায় এসব কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, ‘দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিটলার ৬০ লাখ ইহুদিকে হত্যা করেছিল বলে ইতিহাস আছে। এখন ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু যা করছে, সেটা তো হিটলারের চেয়েও ভয়াবহ। কীভাবে শিশুদের টার্গেট করে হত্যা করা হচ্ছে। এটা কি গণহত্যা নয়?’

যুক্তরাষ্ট্রেই মানবাধিকার চরমভাবে লঙ্ঘিত হচ্ছে উল্লেখ করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘যুক্তরাষ্ট্রের ছাত্র-ছাত্রীরা এমনকি শিক্ষকরাও যুদ্ধ বন্ধে আন্দোলন করেছে। তারপরও কী নির্বিচারে সেখানে (যুক্তরাষ্ট্র) মানবাধিকার পদদলিত হয়েছে। রশি দিয়ে পেছন দিকে হাত বেঁধে মেয়েদের টেনেহিঁচড়ে পুলিশের গাড়িতে উঠিয়ে নিয়ে গেছে। এমনকি কলোম্বিয়া বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসরকেও ধরে নিয়ে যাওয়া হয়েছে।’

ওবায়দুল কাদের বলেন, ‘সেনাবাহিনী নিজস্ব নিয়মে চলে। কোনো অনিয়ম করলে বঙ্গবন্ধুকন্যা তাকে ছাড় দেন না।’

আরও পড়ুন: সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

প্রসঙ্গত, দুর্নীতিতে সম্পৃক্ততার অভিযোগে সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। এই নিষেধাজ্ঞাকে ইঙ্গিত করেই কথা বলেন ওবায়দুল কাদের।

ভারতের কলকাতায় ঝিনাইদহের এমপি আনোয়ারুল আজিম আনার খুন হওয়ার বিষয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বললেন, ‘আমাদের এমপিকে যারা হত্যা করেছে, তারা আমাদের দেশরই লোক। যারা খুন করেছে তাদের বিচারের মুখোমুখি করার কাজ চলছে। এমপি আনার সরকারকে জানিয়ে ভারতে যাননি। আনারের ভারত গমন ও নিখোঁজ সবকিছু নিয়ে ধোঁয়াশা রয়েছে।’

এমপি আনারের হত্যাকাণ্ড প্রসঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের সমালোচনা করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘ফখরুল সাহেব যদি বন্ধু রাষ্ট্রের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলেন, তখন তিনি কি দেখেন না যে সালাহউদ্দিন সাহেব সেখানে বছরের পর বছর থাকেন।’

আরও পড়ুন: বন্ধুরাষ্ট্রের কাছে কথিত এমপিরাও নিরাপদ নয়: মির্জা ফখরুল

উল্লেখ্য, ভারতে এমপি আনারকে হত্যার ঘটনায় আজ দুপুরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘শুধু সাধারণ নাগরিক নয়, আওয়ামী লীগের ‘কথিত’ এমপিরাও সরকারের বন্ধুরাষ্ট্রের (ভারত) কাছে নিরাপদ নয়।’

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর