সোমবার, ১৭ জুন, ২০২৪ | ৩ আষাঢ়, ১৪৩১ | ১০ জিলহজ, ১৪৪৫

মূলপাতা দেশজুড়ে

কান্নাজড়িত কণ্ঠে ডরিন বললেন, বাবার লাশের এক টুকরো মাংস চাই


রাজনীতি সংবাদ প্রতিনিধি, ঝিনাইদহ প্রকাশের সময় :২৪ মে, ২০২৪ ৮:০২ : অপরাহ্ণ
ঝিনাইদহের কালীগঞ্জ শহরে মানববন্ধনে কান্নাজড়িত কণ্ঠে বক্তব্য রাখেন এমপি আনোয়ারুল আজিম আনার মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন।
Rajnitisangbad Facebook Page

ভারতের কলকাতায় খুন হওয়া ঝিনাইদহ-৪ আসনের এমপি আনোয়ারুল আজিম আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন বলেছেন, ‘আমার বাবার লাশের এক টুকরো মাংস চাই। যে মাংসের টুকরো ছুঁয়ে দেখতে পারি। সে মাংসের টুকরোকেই বাবা মনে করে জানাজা করাতে চাই।’

আজ শুক্রবার বিকেলে ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা শহরের মেইন বাসস্ট্যান্ডে আয়োজিত এক মানববন্ধনে কান্নাজড়িত কণ্ঠে তিনি এসব কথা বলেন।

‘এমপি আজিমকে হত্যার সুষ্ঠু বিচার ও হত্যার পরিকল্পনাকারীকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির’ দাবিতে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

ডরিন বলেন, ‘প্রধানমন্ত্রী বাবা হারানোর ব্যথা-কষ্ট বোঝেন। তিনি আমার বাবা হারানোর বেদনা বুঝবেন। তার বাবার হত্যার বিচার করেছেন, আমার বাবা হত্যার বিচারও করবেন। হত্যার পরিকল্পনাকারীকে ধরার পরই খতিয়ে দেখা যাবে আসলে সে এত বড় অপকর্ম কেন ঘটাল। এর বিচার অবশ্যই হবে।’

এমপি আনারকন্যা বলেন, ‘‘প্রধানমন্ত্রী নিজে আমাকে ফোন দিয়েছেন। তিনি আমাকে ধৈর্য ধরতে বলেছেন। তিনি বলছেন, ‘আমি তোমার সঙ্গে আছি। তুমি আমাকে বলেছো তোমার বাবাকে খুঁজে দিতে, আমি ইন্ডিয়ান পুলিশকে দিয়ে তোমার বাবাকে খুঁজে দিয়েছি। আর কী চাও আমাকে বলো। এখন পুলিশ তদন্ত করবে রিপোর্ট আসলে আমি ব্যবস্থা নেবো। আর কিছু করতে হলে আমাকে জানাও।’ আমি তখন বলেছি, না আপা আপনি যা ভালো মনে করেন করবেন। আপনি বিচক্ষণ, আপনিই এর বিচার করবেন।’’

আরও পড়ুন: 

এমপি আনার হত্যা: ৮ দিনের রিমান্ডে তিন আসামি

এমপি আনার হত্যায় ভারতে কসাই গ্রেপ্তার

এমপি আনারকে হত্যার পরিকল্পনা হয় দুই-তিন মাস ধরে: ডিবি

৫ কোটি টাকার চুক্তিতে এমপি আনার খুন, নেপথ্যে…

 ইন্টারপোলের রেড নোটিশ ছিল এমপি আনারের বিরুদ্ধে

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর