রবিবার, ৫ মে, ২০২৪ | ২২ বৈশাখ, ১৪৩১ | ২৫ শাওয়াল, ১৪৪৫

মূলপাতা দেশজুড়ে

নারায়ণগঞ্জে শাওন হত্যাকাণ্ডে ৪২ পুলিশের বিরুদ্ধে রিজভীর মামলা আবেদন


নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় :৪ সেপ্টেম্বর, ২০২২ ১২:৪১ : অপরাহ্ণ
শাওন হত্যায় পুলিশের বিরুদ্ধে মামলা আবেদন শেষে আদালত প্রাঙ্গণে রিজভী। ছবি-সংগৃহীত
Rajnitisangbad Facebook Page

নারায়ণগঞ্জে গুলিতে নিহত যুবদল কর্মী শাওন আহমেদ রাজার হত্যার ঘটনায় জেলা পুলিশ সুপারসহ ৪২ জন পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলার আবেদন করেছে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

আজ রোববার সকালে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট ইমরান মোল্লার আদালতে এ আবেদন করেন। আদালত শুনানি শেষে পরে আদেশ দিবেন বলে জানান।

এরপর সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন রিজভী। এসময় তার পক্ষে নারায়ণগঞ্জ কোর্টের একাধিক আইনজীবী ছিলেন। বেলা ১১টায় রিজভী আদালত প্রাঙ্গন ত্যাগ করেন।

জানা যায়, ডিবি পুলিশের এসআই মাহফুজুর রহমান কনকসহ ৪২ জনের নাম উল্লেখ করে এবং ১৫০ জনকে অজ্ঞাতপরিচয় আসামি করে এ মামলার আবেদন করা হয়।

এ সময় আদালতে মামলার আবেদনের শুনানিতে অংশ নেন অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার। এছাড়া স্থানীয় বিএনপিপন্থি আইনজীবীরাও এ শুনানিতে অংশ নেন।

অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার বলেন, মামলার আবেদন করা হয়েছে। আদালত পরে পর্যবেষণ করে এ বিষয়ে আদেশ দেবেন।

মামলার অন্যান্য আসামিরা হলেন- সদর মডেল থানার ওসি আনিচুর রহমান, জেলা পুলিশ সুপার (এসপি) গোলাম মোস্তফা রাসেল, অতিরিক্ত পুলিশ সুপার (ক অঞ্চল) নাজমুল হাসান, সদর মডেল থানার উপ পরিদর্শক কামরুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) তারিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) আমীর খসরু, পুলিশ সদস্য শাহরুল আলম, সোহাগ, আরিফ দেওয়ান, ফেরদৌস দেওয়ান, সেলিম, রিপন, যুগল, মামুন, রিয়াজ, হাফিজ, সহকারী উপ পরিদর্শক ইকবাল হোসেন, দেলোয়ার হোসেন, পুলিশ সদস্য জাকির হোসেন, নাঈম, রাকিব, আনিস, সাইদুল, এএসআই সোহরাব, পুলিশ সদস্য ইনজামামুল, রাসেল, খলিলুর রহমান, মোহসিন, মোস্তাকিম, শাহাদাৎ, ফখরুল, আরিফ দেওয়ান, দীপক সাহা, শাহীন, ফরিদ উদ্দিন, মুরাদুজ্জামান, শাহীন, কবির হোসেন, মান্নান, রুবেল, সোহাগসহ অজ্ঞাতপরিচয় ১৫০ জন।

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর