সোমবার, ১৭ জুন, ২০২৪ | ৩ আষাঢ়, ১৪৩১ | ১০ জিলহজ, ১৪৪৫

মূলপাতা আওয়ামী লীগ

‘সাবেক সেনাপ্রধান বা আইজিপি দোষী হলে কাউকেই বাঁচাতে যাবে না সরকার’


রাজনীতি সংবাদ প্রতিবেদন প্রকাশের সময় :২৪ মে, ২০২৪ ১:৪২ : অপরাহ্ণ
ওবায়দুল কাদের
Rajnitisangbad Facebook Page

বিচার বিভাগ ও দুর্নীতি দমন কমিশনকে (দুদক) স্বাধীন উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘সেখানে কেউ দোষী সাব্যস্ত হলে আমরা তাকে প্রটেক্ট করতে যাব না। এমনকি তিনি সাবেক সেনাপ্রধান (আজিজ আহমেদ) বা আইজিপি (বেনজীর আহমেদ) হলেও।’

আজ শুক্রবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউর আওয়ামী লীগের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

দুদকের মামলায় গতকাল পুলিশের সাবেক আইজিপি বেনজীর আহমেদের সম্পত্তি জব্দ করার নির্দেশনা দেয় আদালত। আর সম্প্রতি সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের ওপর নিষেধাজ্ঞা দেয় মার্কিন যুক্তরাষ্ট্র। মূলত এ প্রসঙ্গে কথা বলতেই গিয়েই ওবায়দুল কাদের এ মন্তব্য করেন।

ওবায়দুল কাদের বলেন, ‘বিষয়টি দেখতে হবে। কোনো ব্যক্তি যত প্রভাবশালী হোক-অপরাধ করতে পারে। তবে প্রশ্ন থেকে যায়, অপরাধের শাস্তি নিশ্চিতের ব্যাপারে সরকার সৎ সাহস দেখিয়েছে কি না। শেখ হাসিনা সরকারের সে সৎ সাহস আছে। কেউ পার পাবে না। বিচার বিভাগ, দুদক স্বাধীন। সেখানে কেউ দোষী সাব্যস্ত হলে আমরা তাকে প্রটেক্ট করতে যাব না। সেখানে কোনো সাবেক আইজিপি বা কোনো সাবেক সেনাপ্রধান যেই হোক না কেন সরকারের কাউকে প্রোটেকশন দেওয়ার বিষয় নেই।’

আবরার হত্যাকাণ্ডে দণ্ডপ্রাপ্তদের সবাই ছাত্রলীগের উল্লেখ করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘সরকার তাদের প্রোটেকশন দিতে যায়নি। বিশ্বজিৎ হত্যাকাণ্ড যাদের ফাঁসি হয়েছিল, তাদেরও সরকার প্রোটেকশন দিতে যায়নি। কথা হচ্ছে, ব্যক্তি অপরাধ করতে পারে এবং সরকার তাদের প্রোটেকশন দিচ্ছে কি না! শেখ হাসিনা সরকারের এখানে জিরো টলারেন্স। অপরাধ করলে শাস্তি পেতেই হবে।’

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর