রবিবার, ৫ মে, ২০২৪ | ২২ বৈশাখ, ১৪৩১ | ২৫ শাওয়াল, ১৪৪৫

মূলপাতা চট্ট-মেট্টো

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রীকে যৌন নিপীড়নের ঘটনায় ৪ জন গ্রেপ্তার


নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম প্রকাশের সময় :২৩ জুলাই, ২০২২ ১১:৩৯ : পূর্বাহ্ণ
Rajnitisangbad Facebook Page

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক ছাত্রীকে যৌন নির্যাতনের ঘটনায় মূলহোতাসহ চার জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

গতকাল শুক্রবার দিবাগত রাতে রাউজান ও হাটহাজারী উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

এদের মধ্যে তিনজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও একজন বহিরাগত।

গ্রেপ্তারকৃতরা হলেন-মো. আজিম হোসাইন, মাসুদ, মোহাম্মদ বাবু। এরা তিনজনই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী। আরেকজনের নাম শাওন। তিনি বহিরাগত।

তাদের কাছ থেকে ওই ছাত্রীর মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

র‍্যাব জানিয়েছে, এরা সবাই ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত।

জানা গেছে, গ্রেপ্তারকৃতরা ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ও চবি ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেলের অনুসারী।

র‍্যাব-৭-এর অতিরিক্ত পুলিশ সুপার ও হাটহাজারি ক্যাম্পের কোম্পানি কমান্ডার মো. মাহফুজুর রহমান জানান, ওই ছাত্রীকে মারধর করেন বহিরাগত শাওন। আর ভিডিও ধারণ করেন আজিম হোসাইন। এসময় শাওনের মোটরসাইকেল ব্যবহার করা হয়।

এর আগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রী হেনস্তার ঘটনায় জড়িত আসামিদের ধরতে শুক্রবার রাত একটা থেকে দুইটা পর্যন্ত শাহ আমানত হলে অভিযান চালানো হয়। এ অভিযানে অংশ নিয়েছিলেন ৮০ জনের মতো পুলিশ সদস্য।

গত ১৭ জুলাই বিশ্ববিদ্যালয়ের বোটানিক্যাল গার্ডেন এলাকায় এক শিক্ষার্থীকে যৌন নিপীড়ন করে পাঁচ যুবক। ওই বিশ্ববিদ্যালয় ছাত্রীকে গাছে বেঁধে বিবস্ত্র করে মোবাইল ফোনে ভিডিও ধারণেরও অভিযোগ পাওয়া যায়। এ সময় তার সঙ্গে থাকা এক বন্ধু প্রতিবাদ করলে তাকেও মারধর করা হয়। এর পরদিন প্রক্টরের কার্যালয়ে মেয়েটি অভিযোগ জানাতে গেলে চবি ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেল বাধা দেন বলে অভিযোগ পাওয়া যায়।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, ভুক্তভোগী শিক্ষার্থী ও সিসিটিভি ফুটেজ দেখে তাদেরকে শনাক্ত করা হয়েছে। ঘটনার পর থেকে পলাতক ছিলেন তারা।

এ ঘটনার প্রতিবাদে শুক্রবার রাত ৯টা থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রেলস্টেশন চত্বরে নানা কর্মসূচি পালন করেন সাধারণ শিক্ষার্থীরা।

গত বুধবার রাত সাড়ে ৯টা থেকে দোষীদের শাস্তির দাবিতে আন্দোলনে নামেন চবির বিভিন্ন হলের আবাসিক শিক্ষার্থীরা।

এ ঘটনায় চবি প্রশাসন পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে।

এদিকে, চবি ছাত্রলীগ সভাপতি রেজাউল হক রুবেলকে এ ঘটনায় তিন দিনের মধ্যে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি।

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর