বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪ | ১৪ চৈত্র, ১৪৩০ | ১৭ রমজান, ১৪৪৫

মূলপাতা আন্তর্জাতিক

রনিল বিক্রমাসিংহেই হলেন শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট


রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :২০ জুলাই, ২০২২ ১:৩১ : অপরাহ্ণ
শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে
Rajnitisangbad Facebook Page

জনগণের কাছে জনপ্রিয় না হলেও শ্রীলঙ্কার পার্লামেন্টের সদস্যরা ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহেকেই দেশটির নতুন প্রেসিডেন্ট হিসেবে বেছে নিয়েছেন।

আজ বুধবার দুপুরে সংসদে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে ভোট গণনা শেষে শ্রীলঙ্কার পার্লামেন্টের স্পিকার রনিল বিক্রমাসিংহেকে জয়ী ঘোষণা করেন।

শ্রীলঙ্কান সংবাদমাধ্যম ডেইলি মিরর অনলাইন জানিয়েছে, রনিল বিক্রমাসিংহে ১৩৪ সংসদ সদস্যের ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। অন্যদিকে, তার প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দল শ্রীলঙ্কা পদুজনা পেরামুনার (এসএলপিপি) নেতা দুলাস আলহাপ্পেরুমে ৮২ ভোট পেয়েছেন।

এ ছাড়া দেশটির বামপন্থী রাজনৈতিক দল জনতা বিমুক্তি পেরামুনার (জেভিপি) নেতা অনুরা কুমারা দিসানায়েকে নিজ দলেরই ৩টি ভোট পেয়েছেন মাত্র।

দেশটির পার্লামেন্টে প্রথমবারের মতো ভোটাভুটিতে রনিল দেশটির অষ্টম প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হলেন।

এর আগে এক প্রতিবেদনে বলা হয়েছিল, স্পিকারসহ ২২৩ এমপি ভোট দিয়েছেন এবং ভোটদানে বিরত ছিলেন ২ এমপি।

গণআন্দোলনের মুখে প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব নিয়েছিলেন রনিল।

দেশটির আন্দোলনকারীরা সতর্ক করে দিয়ে বলেছিলেন, রনিল বিক্রমাসিংহে আবারও প্রেসিডেন্টের দায়িত্ব নিলে দেশের অস্থিতিশীল পরিস্থিতি শান্ত হবে না। এমনকি আন্দোলন চালিয়ে যাবেন বলেও ঘোষণা দিয়েছেন তারা।

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর