শনিবার, ১১ মে, ২০২৪ | ২৮ বৈশাখ, ১৪৩১ | ২ জিলকদ, ১৪৪৫

মূলপাতা বিএনপি

নুরুল হুদা ছিল ছাগল, এখনকার সিইসি পাঠা: মির্জা আব্বাস


নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় :১৮ জুলাই, ২০২২ ২:০৭ : অপরাহ্ণ
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস
Rajnitisangbad Facebook Page

সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) নুরুল হুদাকে ছাগল আর বর্তমান সিইসি কাজী হাবিবুল আউয়ালকে পাঠার সাথে তুলনা করলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

আজ সোমবার সকালে কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারে ১৯ ও ২১ নম্বর ওয়ার্ড বিএনপির সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

মির্জা আব্বাস বলেন, রোববার নির্বাচনী সংলাপে বর্তমান নির্বাচন কমিশনারের তলোয়ার ও রাইফেল নিয়ে বক্তব্য গ্রহণযোগ্য নয়।

বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য হুঁশিয়ার করে বলেন, সামনে সময় আসছে অনুমতি নেবো না আর, সরাসরি গণভবন ও সচিবালয় ঘেরাও হবে।

জ্বালানি তেলের লোকসান কমাতে এলাকাভিত্তিক লোডশেডিং শুরুর ঘোষণার প্রেক্ষিতে মির্জা আব্বাস বলেন, বিদ্যুৎ ও লোডশেডিংয়ের জন্য সরকারের লুটপাট দায়ী। কারণ বিদ্যুৎ উৎপাদন হউক আর না হউক কুইক রেন্টাল পাওয়ার প্ল্যান্টের মালিকরা টাকা পাবে।

এই লোডশেডিং সরকার পতনের কারণ হতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর