শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪ | ১৫ চৈত্র, ১৪৩০ | ১৮ রমজান, ১৪৪৫

মূলপাতা জাতীয়

খালেদা জিয়ার বিদেশ যাওয়ার উপায় জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী


নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় :১১ জুন, ২০২২ ২:৪৬ : অপরাহ্ণ
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
Rajnitisangbad Facebook Page

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া চিকিৎসার জন্য বিদেশ যেতে হলে আদালতের মাধ্যমে যেতে হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

আজ শনিবার দুপুরে রাজধানীর কাকরাইলে আইডিবির প্রতিনিধি সম্মেলনে তিনি এ কথা বলেন।

আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘বেগম জিয়া মামলায় সাজাপ্রাপ্ত আসামি। আদালত নির্দেশ দিয়েছেন যে শুধুমাত্র দেশে থেকেই খালেদা জিয়া চিকিৎসা নিতে পারবেন। তাই খালেদা জিয়া যদি আরও কিছু চান, তাহলে তা আদালতে জানাতে হবে, আদালত সেক্ষেত্রে সিদ্ধান্ত দেবেন।’

পুলিশের ওপর হামলার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘দেশের বিভিন্ন স্থানে পুলিশের ওপর হামলা হয়েছে, যা ঠিক নয়। মোহাম্মদপুরের ঘটনা দুঃখজনক। যারা এ ঘটনা ঘটিয়েছে, তাদের সংযত হ‌ওয়া উচিত ছিল। পুলিশের গায়ে হাত তুলবে–পুলিশ বসে থাকবে, সেটা সঠিক নয়। পুলিশ সময়মতো কাজ করছে বলেই উন্নয়ন, নিরাপত্তার গতি সব ঠিকমতো চলছে।’

হার্ট অ্যাটাকের শিকার হয়ে শুক্রবার রাত ৩টা ২০ মিনিটে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন। তিনি এখন সিসিইউতে চিকিৎসাধীন।

অতিদ্রুত সাবেক এই প্রধানমন্ত্রীকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই দাবি করেছেন খালেদা জিয়ার মেজো বোন সেলিমা ইসলামও।

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মাইল্ড স্ট্রোক হয়েছে বলে ধারণা করছে তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড। তাকে ৭২ ঘণ্টার নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর