শনিবার, ২০ এপ্রিল, ২০২৪ | ৭ বৈশাখ, ১৪৩১ | ১০ শাওয়াল, ১৪৪৫

মূলপাতা দেশজুড়ে

জামিন পেলেন সাংবাদিক ফজলে এলাহী


নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম প্রকাশের সময় :৮ জুন, ২০২২ ২:২১ : অপরাহ্ণ
সাংবাদিক ফজলে এলাহী। ছবি: সংগৃহীত
Rajnitisangbad Facebook Page

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেপ্তার রাঙামাটির স্থানীয় দৈনিক পার্বত্য চট্টগ্রাম ও পাহাড় টোয়েন্টিফোর ডটকমের সম্পাদক ফজলে এলাহীকে জামিন দেওয়া হয়েছে।

আজ বুধবার দুপুরে রাঙামাটির সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফাতেমা বেগম মুক্তার আদালতে শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন।

ফজলে এলাহীর আইনজীবী বিপ্লব চাকমা বলেন, আসামির সামাজিক মর্যাদা ও সাংবাদিকতার বিষয়টি বিজ্ঞ আদালতকে জানানো হলে বিচারক অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেছেন। আগামী সাত কার্য দিবসের মধ্যে চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনালে উপস্থিত হওয়ার শর্তে এ জামিন মঞ্জুর করেন আদালত।

এর আগে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় সাংবাদিক ফজলে এলাহীকে ডিজিটাল নিরাপত্তার আইনের মামলায় গ্রেপ্তার করে রাঙামাটি কোতোয়ালী থানা পুলিশ।

থানা সূত্রে জানা গেছে, ফজলে এলাহীর বিরুদ্ধে ২০২১ সালে ডিসি পার্কের মালিকানা নিয়ে করা নিউজের পরিপ্রেক্ষিতে চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনালে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি করেন রাঙামাটি সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য ফিরোজা বেগম চিনুর মেয়ে নাজনীন আনোয়ার।

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর