শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪ | ৭ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৯ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা খেলা

আবার টেস্ট দলের অধিনায়কের দায়িত্ব পেলেন সাকিব


সাকিব আল হাসান

নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় :২ জুন, ২০২২ ৩:৫৫ : অপরাহ্ণ

অনেক দিন ধরেই নানা রকমের গুঞ্জন উঠেছিল বাংলাদেশ টেষ্ট দলের পরবর্তী অধিনায়কত্ব নিয়ে। কে হবেন পরবর্তী কাপ্তান। সেখানে নাম উঠেছিল বাংলাদেশের পোস্টারবয় সাকিব আল হাসানের নাম। অবশেষে তাই হলো।

সবচেয়ে আলোচিত-সমালোচিত ব্যক্তি সাকিবই আবার টেস্ট দলের অধিনায়কত্বের দায়িত্ব পেলেন। আর সহ অধিনায়ক করা হয়েছে লিটন দাসকে।

আজ বৃহস্পতিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

এর আগে ব্যাটিংয়ের খারাপ সময় থেকে কাটিয়ে উঠতে গেলো মঙ্গলবার দলের অধিনায়কত্ব ছেড়ে দেন বাংলাদেশ দলের টেস্ট অধিনায়ক মুমিনুল হক। তখন থেকেই নতুন নেতৃত্বের আলোচনায় উঠে আসে সাকিবের নাম।

মুমিনুলের নেতৃত্ব ছাড়ার পর বিসিবির চাওয়া ছিল, সাকিব যেন টেস্টে নিয়মিত হয় দলের দায়িত্ব নেন। কারণ মুশফিকুর রহিম ও তামিম ইকবাল আলোচনায় থাকলেও তারা এই মুহূর্তে টেস্ট দলের দায়িত্ব নিতে রাজি নন। সাকিবও এবার অধিনায়ক হতে ইচ্ছুক শোনা যাচ্ছিল।

বিসিবি মনে করছে, সাকিব দায়িত্ব নিলে দল অনেক দূর এগিয়ে যাবে। সেক্ষেত্রে অন্তত তিন বছর টানা খেলার নিশ্চয়তা দিতে হবে তাকে।

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর