শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪ | ১৪ বৈশাখ, ১৪৩১ | ১৭ শাওয়াল, ১৪৪৫

মূলপাতা বাণিজ্য

১২ কেজি এলপি গ্যাস সিলিন্ডারের দাম কমলো ৯৩ টাকা


নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় :২ জুন, ২০২২ ৪:৩১ : অপরাহ্ণ
Rajnitisangbad Facebook Page

দেশে রান্নার কাজে ব্যবহৃত তরল পেট্রোলিয়াম (এলপি) গ্যাসের প্রতি ১২ কেজি সিলিন্ডারের দাম ৯৩ টাকা কমিয়ে ১ হাজার ২৪২ টাকা করা হয়েছে।

এর আগে এই সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ৩৩৫ টাকা। এছাড়া যানবাহনে ব্যবহৃত অটোগ্যাস লিটার প্রতি ৫৭ দশমিক ৯১ টাকা নির্ধারণ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার অনলাইনে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) আয়োজিত সংবাদ সম্মেলনে এই দাম ঘোষণা করা হয়।

আজ সন্ধ্যা ৬টা থেকেই নতুন নির্ধারিত দাম কার্যকর হবে।

এ ছাড়া ৩৩ কেজি সিলিন্ডার গ্যাসের দাম ৩ হাজার ৯৫৮ টাকা এবং ৩৫ কেজির দাম ৪ হাজার ১৯৭ টাকা নির্ধারণ করা হয়েছে।

আজ রোববার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

আজ সন্ধ্যা ৬টা থেকে বর্ধিত দাম কার্যকর হবে বলে জানানো হয়।

জুন মাসের জন্য প্রতি কেজি এলপি গ্যাসের দাম নির্ধারণ করা হয়েছে ১০৩ টাকা ৫২ পয়সা; যা মে মাসে ছিল ১১১ টাকা ২৬ পয়সা।

এদিকে জুন মাসের জন্য অটোগ্যাসের দাম প্রতি লিটার ৬২ টাকা ২১ পয়সা থেকে কমিয়ে ৫৭ টাকা ৯১ পয়সা করা হয়েছে।

দাম ঘোষণার সময় বিইআরসির চেয়ারম্যান আব্দুল জলিল বলেন, বুধবার রাতে সৌদি আরামকো কোম্পানি তাদের দাম ঘোষণা করেছে। এরপর আমরা রাতে দাম সমন্বয় করেছি।

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রাখতে সৌদি আরামকো কোম্পানির প্রপেন ও বিউটেনের দামের সঙ্গে সমন্বয় করে প্রতি মাসে এলপিজির নতুন মূল্য ঘোষণা করে আসছে বিইআরসি।

গত ১২ এপ্রিল দেশে প্রথমবারের মতো এলপি গ্যাসের দাম নির্ধারণ করে বিইআরসি। তার পর থেকে প্রতি মাসে একবার দাম সমন্বয় করা হচ্ছে।

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর