শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪ | ৬ বৈশাখ, ১৪৩১ | ৯ শাওয়াল, ১৪৪৫

মূলপাতা বিএনপি

উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন মির্জা আব্বাস


নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় :২৪ মে, ২০২২ ১০:২৭ : পূর্বাহ্ণ
আজ মঙ্গলবার সকালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয়। ছবি: সংগৃহীত
Rajnitisangbad Facebook Page

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গেছেন।

আজ মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি ফ্লাইটে তিনি ঢাকা ত্যাগ করেন।

বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

ডা. রফিকুল ইসলাম জানান, মির্জা আব্বাস বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেয়া হয়েছে। সিঙ্গাপুরে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি করা হবে। সেখানে তার চিকিৎসার সব কিছু কনফার্ম করে রাখা হয়েছে।

তিনি জানান, মির্জা আব্বাসের সঙ্গে তার স্ত্রী আফরোজা আব্বাসসহ দুই ছেলে একই বিমানে সিঙ্গাপুরে গেছেন।

এদিকে আদালতের আদেশসহ সকল কাগজপত্র নেওয়া স্বত্বেও সাবেক মন্ত্রী ও ঢাকার সাবেক মেয়র মির্জা আব্বাসকে শাহজালাল বিমানবন্দরের ইমিগ্রেশনে দুই ঘণ্টা বসিয়ে রাখা হয় বলে পরিবারের সদস্যরা অভিযোগ করেন।

এর আগে গত ১৭ মে সকালে পাকস্থলীর সমস্যা নিয়ে রাজধানীর শ্যামলীতে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি হয়েছিলেন বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য।

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর