শনিবার, ২০ এপ্রিল, ২০২৪ | ৭ বৈশাখ, ১৪৩১ | ১০ শাওয়াল, ১৪৪৫

মূলপাতা আওয়ামী লীগ

আওয়ামী লীগ সবসময় ভোটের মাধ্যমে ক্ষমতায় এসেছে: শেখ হাসিনা


নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় :৭ মে, ২০২২ ৬:৪৮ : অপরাহ্ণ
প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফাইল ছবি
Rajnitisangbad Facebook Page

আওয়ামী লীগ কখনো পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসেনি জানিয়ে দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আমরা সবসময় ভোটের মাধ্যমে ক্ষমতায় এসেছি।’

জনগণকে ধন্যবাদ দিয়ে সরকারপ্রধান বলেন, ‘জনগণকে ধন্যবাদ, বার বার ভোট দিয়েছে। টানা তিনবার ক্ষমতায় রেখেছে।’

আজ শনিবার আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের শুরুতে সূচনা বক্তব্যে তিনি এ কথা বলেন।

আওয়ামী লীগ সরকারকে উৎখাত করতে চায় জানিয়ে শেখ হাসিনা বলেন, ‘আমাদের অপরাধটা কী? কোথায় ব্যর্থ হয়েছি? জিয়া, এরশাদ, খালেদা, তারেক সবাই মানুষ হত্যা করেছে; জীবন্ত মানুষ পুড়িয়ে মেরেছে। জিয়া, এরশাদ, খালেদার সময় ক্যান্টনমেন্টে ক্ষমতা ছিল। পাকিস্তানি স্টাইলে মিলিটারি ডিক্টেটরশিপ চালু করেছিল। আমরা পরাধীনদের অনুসরণ করবো না।’

নির্বাচনে প্রহসন ও ভোট কারচুপির সংস্কৃতি জিয়াউর রহমান শুরু করেছেন উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগ মাটি ও মানুষের দল। ভোটের রাজনীতিতে আওয়ামী লীগ কখনো পিছিয়ে ছিল না। আওয়ামী লীগের ভোটের পারসেন্টেজ সবসময় বেশি ছিল। কিন্তু ষড়যন্ত্র করে ভোটে আওয়ামী লীগকে পিছিয়ে রাখা হয়েছে। তবে সব ষড়যন্ত্রকে পেছনে ফেলে আজ আমরা এগিয়ে এসেছি।’

আওয়ামী লীগ সভাপতি প্রশ্ন রাখেন, ‘বিএনপির নেতৃত্ব কোথায়? দুজনই (খালেদা জিয়া ও তারেক রহমান) সাজাপ্রাপ্ত। এদের সঙ্গে ডান-বাম-অতিবাম এসে যুক্ত হয়েছে।’

প্রধানমন্ত্রী বলেন, ‘অনেকে অতিজ্ঞানী হলেও তারা কম বুঝে। তাকায় থাকে কখন তারা ক্ষমতায় যেতে পারবে, বসে থাকে কখন সিগন্যাল আসবে। বিদেশে দেশের বিরুদ্ধে বদনাম করে, যেন বিদেশ থেকে ক্ষমতায় বসাবে। এখনকার বাংলাদেশ সেটা নয়।’

এর আগে বিকেল সাড়ে ৫টায় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে দলের কার্যনির্বাহী সংসদের সভা শুরু হয়।

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর