শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪ | ১৫ চৈত্র, ১৪৩০ | ১৮ রমজান, ১৪৪৫

মূলপাতা জাতীয়

ঈদযাত্রায় সড়কে প্রাণ গেলো ৭৪ জনের


রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :৬ মে, ২০২২ ৫:০৬ : অপরাহ্ণ
ফাইল ছবি
Rajnitisangbad Facebook Page

দুই বছর পর করোনার সংক্রমণ অনেকটাই নিয়ন্ত্রণে। তাই এবারের ঈদ উদযাপন হয়েছে একটু ভিন্নতা। কিন্তু ঈদযাত্রা অনেকের আনন্দ বিষাদে রূপ নিয়েছে।

কারণ ঈদের ছুটিতে সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত ৪ দিনে রাজধানীসহ বিভিন্ন জেলায় সড়ক দুর্ঘটনায় ৭৪ জন নিহত হয়েছেন। এর মধ্যে ময়মনসিংহে ৮ জন মারা যান। ঈদের ছুটিতে গত ৪ দিনে ঢাকায় সড়ক দুর্ঘটনায় ৬ জন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার ভোরে উত্তরায় ব্যক্তিগত গাড়ি ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে ২ ব্যক্তির মৃত্যু হয়েছে। উত্তরা পশ্চিম থানার ১৩ নম্বর সেক্টরের সিঙ্গার মোড়ে এই দুর্ঘটনা ঘটে।

বুধবার রাতে রাজধানীর দারুসসালামে মোটরসাইকেলের ধাক্কায় আবু সিদ্দিক নামের এক পথচারীর মৃত্যু হয়। দারুসসালাম টাওয়ারের সামনে এই দুর্ঘটনা ঘটে। একই দিন রাত ৮টায় যাত্রাবাড়ী মেয়র মোহাম্মদ হানিফ উড়াল সেতুতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে শিহাব নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

এদিকে, ঈদের আগের দিন সোমবার রাত সাড়ে ৮টায় শেরেবাংলা নগরের চন্দ্রিমা উদ্যান লেক সড়কে গাড়ির ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু হয়। গতকাল রাত ৯টার দিকে যাত্রাবাড়ীর মাতুয়াইলে অজ্ঞাতপরিচয় বাসের ধাক্কায় রনি নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর নতুন উড়ালসেতুর পূর্বপাশে ঈদের দিন দুপুরে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত হয়েছেন।

কুমিল্লায় ঈদুল ফিতরসহ তিন দিনে সড়কে প্রাণ গেছে ৫ জনের। রংপুর-দিনাজপুর মহাসড়কে মাইক্রোবাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। জয়পুরহাটে পৃথক সড়ক দুর্ঘটনায় ৪ জনের মৃত্যু হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ায় ঈদের ছুটিতে নারী ও শিশুসহ ৩ জন নিহত হয়েছেন। যশোরে সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত হয়েছেন

পঞ্চগড়ে বাইকে ঘুরতে যাওয়ার সময় ৩ তরুণের মৃত্যু হয়েছে। চট্টগ্রাম নগরে সড়ক দুর্ঘটনায় এক নারীসহ ২ জন নিহত হয়েছেন। পটিয়ায় যাত্রীবাহী একটি বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশার এক যাত্রী এবং কক্সবাজারের চকরিয়ায় বাস খাদে পড়ে এক নারী পর্যটক নিহত হয়েছেন।

বরিশালে পৃথক সড়ক দুঘটনায় সাবেক ইউপি সদস্যসহ ৩ জন নিহত হয়েছেন। বাগেরহাটের শরণখোলায় পৃথক দুর্ঘটনায় মারা যায় শিশুসহ ৩ জন। ঝিনাইদহের মহেশপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছেন।

ঝালকাঠির নলছিটিতে ২ যুবক নিহত হয়েছেন। পাবনার ঈশ্বরদীতে দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছেন। ঈদের ছুটিতে পৃথক সড়ক দুর্ঘটনায় গোপালগঞ্জে এক ব্যবসায়ীসহ ২ জন নিহত হয়েছেন।

এছাড়া পাবনা, সাতক্ষীরা, রাজবাড়ী, মানিকগঞ্জ, শেরপুর, মেহেরপুর, হবিগঞ্জ, ঢাকার ধামরাই, মৌলভীবাজার, টাঙ্গাইল ও নাটোরে সড়ক দুর্ঘটনায় একজন করে নিহত হয়েছেন।

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর