শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪ | ৬ বৈশাখ, ১৪৩১ | ৯ শাওয়াল, ১৪৪৫

মূলপাতা আন্তর্জাতিক

মানবাধিকার কাউন্সিল থেকে বহিষ্কার রাশিয়া, ভোট দেয়নি বাংলাদেশ


রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :৭ এপ্রিল, ২০২২ ১০:৫৫ : অপরাহ্ণ
ছবি: সংগৃহীত
Rajnitisangbad Facebook Page

ইউক্রেনে হামলা চালানোর অভিযোগে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল (ইউএনএইচআরসি) থেকে রাশিয়াকে বহিষ্কার করা হয়েছে।

আজ বৃহস্পতিবার নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশনে আয়োজিত ভোটাভুটিতে এ সিদ্ধান্ত হয়। খবর আল জাজিরার।

জাতিসংঘের সদস্যভুক্ত ১৯৩টি দেশের মধ্যে ৯৩টি দেশ এ সিদ্ধান্তের পক্ষে এবং ২৪টি দেশ বিপক্ষে ভোট দেয়। আর বাংলাদেশ, পাকিস্তান, ভারতসহ ৫৮টি দেশ ভোটদানে বিরত থাকে।

ইউক্রেনে রাশিয়ার সেনাদের বড় ধরনের মানবাধিকার লঙ্ঘনের অভিযোগের পরিপ্রেক্ষিতে এ ভোট অনুষ্ঠিত হয়।

ভোট গ্রহণের আগে জাতিসংঘে নিযুক্ত ইউক্রেনের দূত সের্গি কিসলিতসিয়া রাশিয়ার বিরুদ্ধে ভয়াবহ নিপীড়নের অভিযোগ আনেন। একই সঙ্গে তিনি বুচা শহরে বেসামরিকদের হত্যার অভিযোগও তোলেন রাশিয়ার বিরুদ্ধে।

ইউক্রেনে রাশিয়ার সেনাদের দ্বারা যুদ্ধাপরাধের অভিযোগের পর এই ভোটাভুটি অনুষ্ঠিত হয়।

জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার দূত গেন্নাডি কুজমিন এ ভোট আয়োজনের নিন্দা করেন।

জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলোর দুই-তৃতীয়াংশ যুক্তরাষ্ট্রের এ প্রস্তাবের পক্ষে ভোট দেয়। ফলে ৪৭ সদস্যবিশিষ্ট সংস্থাটির মানবাধিকার কাউন্সিল থেকে রাশিয়ার সদস্যপদ স্থগিত হয়।

সিরিয়া ও উত্তর কোরিয়া রাশিয়াকে সমর্থন জানায়।

বরখাস্তের পক্ষে ভোট দেওয়া কয়েকটি দেশের মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় দেশ, যুক্তরাজ্য ও ইউক্রেন।

চীন, সিরিয়া ও বেলারুশ প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছে।

ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা বলেছেন, মানবাধিকার রক্ষার জন্য জাতিসংঘের সংস্থায় যুদ্ধাপরাধীদের কোনো স্থান নেই। যারা রাশিয়াকে বরখাস্ত সমর্থন করেছেন এবং ইতিহাসের সঠিক পক্ষের পাশে অবস্থান নিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞ।

জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের লক্ষ্য বিশ্বজুড়ে মানবাধিকার প্রচার ও সুরক্ষা। এ কাউন্সিল জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলোতে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগের তদন্ত করে।

এছাড়া সংগঠন ও সমাবেশ, মতপ্রকাশ, বিশ্বাস ও ধর্ম, নারীর অধিকারের মতো বিষয়ভিত্তিক মানবাধিকার বিষয়গুলোকে গুরুত্ব দেয়।

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর