বৃহস্পতিবার, ২ মে, ২০২৪ | ১৯ বৈশাখ, ১৪৩১ | ২২ শাওয়াল, ১৪৪৫

মূলপাতা রাজধানী

৩ দফা দাবিতে গণভবন অভিমুখে সোহেল তাজের পদযাত্রা কর্মসূচি


নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় :৭ এপ্রিল, ২০২২ ১১:২৭ : অপরাহ্ণ
Rajnitisangbad Facebook Page

তিন দফা দাবি নিয়ে গণভবন অভিমুখে পদযাত্রা কর্মসূচির ঘোষণা দিয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ।

বৃহস্পতিবার দুপুর ১টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ কর্মসূচি ঘোষণা করেন তিনি।

আগামী ১০ এপ্রিল রোববার বিকেল ৪টায় জাতীয় সংসদ ভবনের সামনে (মানিক মিয়া অ্যাভিনিউ) অবস্থান নেবেন সোহেল তাজ। সেখান থেকে বিকেল ৪টায় গণভবনের উদ্দেশ্যে হেঁটে যাত্রা শুরু করবেন বলে জানান তিনি।

সোহেল তাজের দাবি তিনটি হলো:

১. ১০ এপ্রিল প্রথম বাংলাদেশ সরকার গঠনের মাধ্যমে বাংলাদেশ সরকার গঠনের দিনটিকে ‘প্রজাতন্ত্র দিবস’ ঘোষণা করতে হবে।

২. ৩ নভেম্বর জেলহত্যা দিবসকে জাতীয় শোক দিবস ঘোষণা করে রাষ্ট্রীয়ভাবে পালন করতে হবে।

৩. জাতীয় চার নেতাসহ মহান মুক্তিযুদ্ধের সব বেসামরিক ও সামরিক সংগঠক, পরিচালক, অমর শহিদ ও বীর মুক্তিযোদ্ধাদের নাম, অবদান ও জীবনীসহ মুক্তিযুদ্ধের সঠিক ও পূর্ণাঙ্গ ইতিহাস যথাযথ মর্যাদা ও গুরুত্বের সাথে সর্বস্তরের পাঠ্যপুস্তকে ও সিলেবাসে অন্তর্ভূক্ত করতে হবে।

সোহেল তাজ জানান, এটি তার নিজস্ব উদ্যোগ।

তিনি লেখেন, ‘আপনারা কেউ যোগ দিতে চাইলে আসতে পারেন আর না আসলে আমি একাই যাব-জয় বাংলা।’

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর